উসেন বোল্ট, আর্নল্ড সোয়ার্জেনেগার, উইনস্টোন চার্চিল, থিওডোর রুজভেল্ট, আব্রাহাম লিঙ্কন, এবং মহম্মদ আলী র দেওয়া মূল্যবান উক্তি :-
উসেন
বোল্ট এর দেওয়া মূল্যবান উক্তি :-
1)খুব
কঠোরভাবে পরিশ্রম করো,লক্ষ্য প্রস্তুতিতে যেন কোনো খামতি না
হয়। তাহলেই দেখবে সফলতা আসছে।
................উসেন
বোল্ট
2) কাজটি
সম্পন্ন করতে তুমি কতটা দৃঢ়প্রতিজ্ঞা তার উপর নির্ভর করছে তুমি সফল হবে না অসফল
হবে।................উসেন বোল্ট
3) অনেকেই
আছেন যাঁরা আমার থেকে ভালো ভাবে শুরুটা করেছেন কিন্তু শেষটা আমিই ভালোভাবে করি।................উসেন বোল্ট
4) আমি
যা করতে চাই সেটার জন্যেই মনোনিবেশ করে আছি। আমি জানি আমাকে চ্যাম্পিয়ন হতে হবে। তাই আমি সেটারই প্রস্তুতিতে লেগে আছি।................উসেন বোল্ট
5) আমি আমার উদ্দেশ্যের জন্য সর্বদা ক্ষুধার্ত।................উসেন বোল্ট
6) প্রতিযোগিতায়
যেই থাকুক না কেন, আমি দৌড়াবো।................উসেন বোল্ট
7) আমি
জানি আমাকে কি করতে হবে এবং আমি সেটাই করছি।................উসেন বোল্ট
8) যতই তুমি এগিয়ে থাকো না কেন, আমি তোমাকে ধরে নেবো, এটাই আমার জেদ।................উসেন বোল্ট
9) মনে স্বপ্ন দেখতে টাকা লাগে না । কিন্তু লক্ষ্য পূরণ করতে গেলে মূল্য চুকাতে হয়। শুধু দিবাস্বপ্ন দেখলেই সেটা বাস্তবে রূপান্তরিত হয় না।লক্ষ্য কে হাসিল করতে হলে সময় দিতে হয়, ত্যাগ করতে হয়, এবং ঘাম ঝরাতে হয়। তুমি তোমার লক্ষ্যের জন্য কি মূল্য দেবে?................উসেন বোল্ট
10) অনেকেই
তোমাকে দৌড়াতে দেখে ভাবে এটা সোজা কিন্তু করতে গেলে বুঝতে পারবে সেটা কতটা সহজ । দিনের পর দিনের দিন কঠোর পরিশ্রম এবং
ত্যাগের ফল এটা। কখনো তো মনে হয় আর না ছেড়ে দিই, বাড়ি চলে যাই।কিন্তু ছেড়ে দিলে চলবে না।................উসেন বোল্ট
11) সোজা
ভাবে বড় কিছু পাওয়া যায় না। কোনো ছুটি নেই, ছেড়ে দেওয়া চলবে না, তোমার দক্ষতা বৃদ্ধি করতে ঘন্টার পর
ঘন্টা কাজ করে যেতে হবে।................উসেন বোল্ট
12) তুমি
শুরু করেছো বলে হয়ে গেলো ভেবো না, কাজটি
পূর্ণ করতে
হবে।................উসেন বোল্ট
13) আমি
উদাহরণ তৈরি করতে ভালোবাসি।................উসেন বোল্ট
14) আমি
কখনো আমাকে চাপে ফেলি না। আমি জানি আমাকে দক্ষতার উন্নতি আনতে হবে।এবং সেটা করতেই হবে।................উসেন বোল্ট
15) কোনো
মতে হেরে যাওয়া আমার পছন্দ নয়।................উসেন বোল্ট
16) লক্ষ্য
তৈরি করতে হবে এবং লক্ষ্যের জন্য প্রচণ্ড শক্তি দিয়ে কঠোরভাবে পরিশ্রম করে যেতে
হবে। লক্ষ্যের প্রতি প্রচণ্ড মনোযোগী হলে সফলতা আসবে।................উসেন বোল্ট
17) সম্ভাবনার
যে কোনো সীমা আছে বলে আমি বিশ্বাস করি না।................উসেন বোল্ট
18) আমার
সকল বন্ধুদের আমি ধন্যবাদ দিই তারা আমাকে সাহায্য করার জন্য এবং প্রয়োজনে পাশে
দাঁড়ানোর জন্য। এবং যারা আমাকে আমার দক্ষতা নিয়ে সন্দেহ করেছিল তাদের ধন্যবাদ দিই, কারণ তাদের সন্দেহ আমাকে আরো প্রচণ্ড
জেদি করে তুলেছে যার ফলে আমার এই সফলতা।................উসেন বোল্ট
19) আমি
কঠোর পরিশ্রম করে যাই এবং উন্নত হতে থাকি। কারো বাধাতে আমি আটকাই না।................উসেন বোল্ট
20) আমি
জানি আমি কি করতে পারবো, আমার প্রতি আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস
আছে।................উসেন বোল্ট
21) দুঃখ
করে লাভ নেই। যদি কাজটি করার আগেই পারবো কি পারবো না বলে ভয় করো, তাহলে তোমার ব্যর্থতার সম্ভাবনাই
বেশি।................উসেন বোল্ট
22) আমি জানি আমি কি করতে পারবো, তাই অন্যরা কি ভাবছে বা আমার সম্বন্ধে কি বলছে তাতে কিছু আসে যায় না।................উসেন বোল্ট
আর্নল্ড শোয়ার্জেনেগার এর দেয়া কতকগুলি
মূল্যবান উক্তি :-
23) অসফল
হলে বসে থাকা চলবে না, যতক্ষন না সফল হও করে যেতে হবে। ...............আর্নল্ড শোয়ার্জেনেগার
24) সবথেকে খারাপ জিনিস হলো অন্য সাধারণ ব্যক্তিদের মতো জীবন ধারণ করা। আমি এটা ঘৃণা করি।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
25) মন যতদূর পর্যন্ত ভাবতে পারে সেটাই সীমানা। যদি তুমি নতুন কিছু ভাবতে পারছো তাহলে নতুন কিছু করতেও পারবে। তবে একটা জিনিস তোমার মধ্যে থাকা দরকার সেটা হলো প্রবল আত্মবিশ্বাস।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
26) মনের
মধ্যে সবসময় নতুন কিছু কারবার খিদে থাকতে হবে। শুধু বেঁচে থাকাটা জীবনের অর্থ নয়।
এগিয়ে যেতে হবে, উন্নত হতে থাকতে হবে, নতুন কিছু প্রাপ্তি পেতে হবে, জয়ী হতে হবে।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
27) জয়ী হলে আত্মবল আসে না। কঠিন এর মধ্যে লড়াই করে আত্মবল বাড়ে। যখন তুমি কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও আত্মসমর্পন করো না এবং এগিয়ে যাও তখন আত্মবল বাড়ে।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
28) যদি তুমি আইনের সীমার মধ্যে থেকে কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে দেশ সবসময় তোমার জন্য সহযোগী আছে। তুমি যা কিছু করতে চাও প্রাপ্তি সম্ভব।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
29) যারা আমাকে বলেন তুমি এটা করতে পারবে না তাদের কোনো কথাই আমি শুনি না।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
30) তুমি যদি অন্য সাধারণ ব্যক্তিদের মতোই জীবন যাপন করো, তাহলে এই পৃথিবীতে আসার অর্থই বা কি? ...............আর্নল্ড শোয়ার্জেনেগার
31) আমি যেটা জানি প্রথম পদক্ষেপ হলো দূরদৃষ্টি, দূরদৃষ্টি থাকলে এবং সেটা করবার ইচ্ছা জাগলে সেখানেই ইচ্ছা শক্তি তৈরি হয়।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
32) যদি তুমি কাজটির জন্য সময় খুঁজে না পাও তাহলে তুমি সেটা করবে না নিশ্চিত এবং তার ফল পাবে না।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
33) সফল হওয়ার খিদে থাকতে হবে। এবং নিশ্চিত রূপে অন্যদের সাহায্য করবার খিদেও থাকতে হবে তাহলেই সফল হওয়া সম্ভব।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
34) যদি আমি মনে মনে সেটা দেখতে পাচ্ছি এবং পারবো বলে আত্মবিশ্বাস আছে, তাহলে তাহলে আমি সেটা করতেও পারবো।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
35) একবারে একটাই লক্ষ্য স্থির করো। এটা মনে স্থির করো না যে এটা যদি না পারি তাহলে ঐটা করবো। বিকল্প হিসাবে প্ল্যান B তৈরি থাকলে সর্বশক্তি দিয়ে এবং সম্পূর্ণ আত্মশক্তি দিয়ে প্ল্যান A র জন্য মনোনিবেশ করে কাজ করা সম্ভব হবে না। তোমার লক্ষ্য বা উদ্দেশ্যের যেন কোনো বিকল্প উদ্দেশ্য ভেবে না রেখো।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
36) যতই তোমার মধ্যে জ্ঞান এবং অভিজ্ঞাতা থাকবে ততই তুমি আত্মনির্ভর হতে পারবে।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
37) যখনি কেউ বলে তোমার দ্বারা এটা সম্ভব নয়, আমি ততই উৎসাহিত হই তার কথাকে ভুল প্রমাণিত করার জন্য।...............আর্নল্ড শোয়ার্জেনেগার
উইনস্টোন চার্চিল এর দেওয়া কতকগুলি মূল্যবান
উক্তি :-
38) যদি
তুমি যদি নরকের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে থেমে যেয়ো না, যেতেই থাকো একদিন নরক পেরিয়ে যাবে।
..............উইনস্টোন চার্চিল
39) তোমার যাওয়ার পথে যে কুকুর ঘেউ ঘেউ করছে, তুমি দাঁড়িয়ে গিয়ে তাদের প্রতি যদি ঢিল ছুড়তেই ব্যস্ত থাকো, তাহলে তোমার গন্তব্য স্থলে পৌঁছাবে কি করে? ..............উইনস্টোন চার্চিল
41) যদি খুব দূরে তাকাও পরিষ্কার দেখতে পাবে না, ফলে সন্দেহ জাগবে। একটু একটু করে ধাপে ধাপে এগিয়ে যাও । যতই এগিয়ে যাবে সামনের দৃষ্টি ততই পরিষ্কার হতে থাকবে।..............উইনস্টোন চার্চিল
42) একমাত্র
নিরাপদ পথ হলো সত্যের সঙ্গে চলা। সত্য কথা বলতে কখনো ভীত হয়ো না।..............উইনস্টোন চার্চিল
43) যদি তুমি নতুন সমুদ্রের খোঁজ করতে চাও তাহলে তুমি যে কিনারায় বসে আছো সেটা ছেড়ে বেরিয়ে আসতে হবে ।..............উইনস্টোন চার্চিল
44) অনেক ঝুঁকি এবং বিফলতার মধ্যে পেরিয়েই বড় সফলতা আসে।..............উইনস্টোন চার্চিল
45) তোমার
সমস্ত প্রচেষ্টা দিয়েও যদি সফল না হও, তাহলে যেন তোমাকে আরো অন্যভাবে কিছু
করতে হবে।..............উইনস্টোন চার্চিল
46) দায়িত্ববান
হওয়াটাই হলো মহান হওয়ার চাবিকাঠি।..............উইনস্টোন চার্চিল
47) একটি
মিথ্যা কথা কে সত্য প্রমান করবার জন্য আরো বড় বড় মিথ্যা কথা বলতে হয়।..............উইনস্টোন চার্চিল
48) ভয় হলো একটি প্রত্রিক্রিয়া, আর সাহস হলো একটি সিদ্ধান্ত।..............উইনস্টোন চার্চিল
49) তোমার
মধ্যে যদি সাহস না থাকে তাহলে তোমার বাকি সব গুন্ অর্থহীন হয়ে যায়।..............উইনস্টোন চার্চিল
50) কোনো
কিছুর জন্য আগাম ভয় পেয়ো না। বরং আগাম চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ এর পরিকল্পনা করো।..............উইনস্টোন চার্চিল
থিওডোর রুজভেল্ট এর দেওয়া কতকগুলি মূল্যবান
উক্তি:-
51) তুমি কতটা জানো তাতে অন্যজনের কি, যদি সেটা অন্যজনের কাজে না আসে? ..............থিওডোর রুজভেল্ট
52) কাজটি করতে গিয়ে ব্যর্থ হলে খারাপ লাগে ঠিক কিন্তু সেই কাজটির জন্য যদি চেষ্টাই না করা হয় তাহলে সেটা সবচেয়ে খারাপ।..............থিওডোর রুজভেল্ট
53) সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বলি। সবথেকে ভালো জিনিস হলো কাজটি সঠিক ভাবে করা, এবং সবথেকে খারাপ জিনিস হলো কাজটির কিছুই না করা।..............থিওডোর রুজভেল্ট
54) যখনি কেউ জিজ্ঞেস করবে যে কাজটি করতে পারবে কি না, উত্তর দাও যে আমি পারবো। তার পর কিভাবে কাজটি সম্পন্ন করা যাবে তার পথ খুঁজে বার করো।..............থিওডোর রুজভেল্ট
55) সফলতার একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা হলো কিভাবে অন্যদের সঙ্গে নিয়ে চলা যায় সেটা জানা।..............থিওডোর রুজভেল্ট
56) যে ব্যক্তি মহান ব্যক্তিত্ব হওয়ার ইচ্ছা রাখে তাকে তাকে হাজারো ব্যর্থতা কে অতিক্রম করার ক্ষমতা এবং হাজারো বাধা বিপত্তি কে পরাজিত করে জেতার ক্ষমতা থাকতে হবে।..............থিওডোর রুজভেল্ট
57) ছোট ছোট কাজ সম্পন্ন করার অভিজ্ঞতা থাকলে পরে বড় কাজের জন্য সুযোগ দেওয়া হয়।..............থিওডোর রুজভেল্ট
58) সফল
হওয়ার জন্য সাহস,কঠোর পরিশ্রম করার জেদ, দক্ষতা, এবং বুদ্ধি সবগুলিই প্রয়োজন।..............থিওডোর রুজভেল্ট
আব্রাহাম লিঙ্কন এর দেওয়া কতকগুলি মূল্যবান
উক্তি :-
59) আমাকে যদি একটি গাছ কাটতে ছয় ঘন্টা দেওয়া হয়, তাহলে আমি এক ঘন্টা সময় অস্ত্রে শান দেয়ার জন্যই রাখবো। ...............আব্রাহাম লিঙ্কন
60) আজ
কাজে ফাঁকি মেরে কালকের দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারো না।...............আব্রাহাম লিঙ্কন
61) যদি
তোমাকে কেউ চিনছে না, তাহলে দুঃখ করো না। আরো মূল্যবান কাজ করতে থাকো, লোক একদিন তোমাকে চিনবেই।...............আব্রাহাম লিঙ্কন
62) তুমি
যাই করছো ভালো ভাবে করো।...............আব্রাহাম লিঙ্কন
63) যদি
কেউ বড় সফলতা পেয়েছে তাহলে তার অর্থ হলো তুমি চেষ্টা করলে তুমিও পারবে।...............আব্রাহাম লিঙ্কন
মহম্মদ আলী র দেওয়া কতকগুলি মূল্যবান উক্তি :-
64) আমি
আমার উঠক বৈঠক গণনা করি না যতক্ষন না আমার ব্যায়াম করতে গিয়ে ব্যাথা অনুভব হয়।...............মহাম্মদ আলী
65) আমি
আমার ট্রেনিং এর প্রতিটা মুহূর্ত কে ঘৃণা করি তবু আমি ট্রেনিং ছেড়ে দিই নি। নিজেকে
বার বার বলেছি এখন কষ্ট কারো এবং পরবর্তীকালের জীবন চ্যাম্পিয়ন এর মতো জীবন
অতিবাহিত করো।...............মহাম্মদ আলী
66) যে
ঝুঁকি নেওয়ার সাহস নিতে পারে না, সে জীবনে কিছুইপ্রাপ্তি লাভ করতে পারবে না। ...............মহাম্মদ আলী
67) আত্মবিশ্বাস
এর অভাবই মানুষ কে ভয়ভীত করে যার ফলে তারা ঝুঁকি নিতে চায় না।...............মহাম্মদ আলী
68) আমি
জানি আমি কোথায় যাচ্ছি, আমি সত্যি টাও জানি। তাই আমি তোমার
কথামতো নাও চলতে পারি। আমার পূর্ণ স্বাধীনতা আছে আমি নিজের মতো চলবো।...............মহাম্মদ আলী
69) জনগনের সেবার মাধ্যমে আমরা এই পৃথিবীতে থাকার যে ভাড়া সেই ভাড়া শোধ করি।...............মহাম্মদ আলী
70) সামনের
পাহাড় তোমার যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় না, বরং জুতোতে গেঁথে যাওয়া কাঁটা তোমার যাত্রা কে বাধা দিতে চায়।...............মহাম্মদ আলী
71) যে
ব্যক্তি নতুন কিছু করবার স্বপ্ন দেখতে পারে না, ধরে নাও তার ডানা কাটা গেছে।...............মহাম্মদ আলী
72) আমি
তাদের বিশ্বাস করি না যারা আমার কাছে ভালো কিন্তু আমার ওয়েটার এর কাছে রাগ দেখায়।
কারণ যদি আমি ওয়েটার এর মতো অবস্থায় চলে যাই, তাহলে সে আমাকেও অসম্মান করবে।...............মহাম্মদ আলী
73) এখন
যে সবথেকে বড়ো হয়েছে, সেও একদিন ছোট ছিল যখন সে আরম্ভ করেছিল। তাই নতুন কিছু আরম্ভ করতে
ভয় পেয়ো না।...............মহাম্মদ আলী
উপরের এই তথ্য ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই Like এবং Share করুন।
আরো পড়ুন:- Ratan Tata, Mukesh Ambani, Azim Premji, Gandhiji, Mandella, Kalam's Quotes
Motivational And Inspirational Quotes For Success
Dan Lok's Advice And Quotes For Success
চিন্তন করুন এবং সফল হন , কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন ,
জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,
অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি , শ্রীমদ্ভাগবত গীতা সার ,
আকর্ষণ সূত্র , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না , সফল ব্যক্তিদের 11 টি গুন্ ,
সফলতার ১০ টি সূত্র , ১০ গুন্ সফল হবেন কিভাবে ?, জীবনের আশ্চর্জজনক রহস্য ,
ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি ,
ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY Loan ,
For Motivational Articles In English visit.....www.badisafalta.com
0 Comments