মহান এবং সফল ব্যক্তিদের দেওয়া সফলতা প্রাপ্তিতে সাহায্যকারী কতকগুলি মূল্যবান নীতি উপদেশ(Motivational and Inspirational Quotes for Success):-

 মহান এবং সফল ব্যক্তিদের দেওয়া কতকগুলি মূল্যবান নীতি কথা :-

 মহান ব্যক্তিদের দেওয়া নীতিকথা ও উপদেশ গুলি হলো এমন নীতি কথা যাহা তাঁরা তাঁদের সারাজীবনের অভিজ্ঞাতার অধ্যমে উপলব্ধি করেছেন। কথা হচ্ছে, জীবনে সফলতা প্রাপ্তি পেতে গেলে সঠিক লক্ষ্য নির্ণয় দরকার এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য চাই সঠিক পরিকল্পনা এবং পথপ্রদর্শন। এই পথখুঁজে পাওয়ার জন্য আপনাকে সাহায্য করবে সংগৃহিত জ্ঞান এবং সফলতা পেয়েছেন এমন পথপ্রদর্শক। জীবনের নিজস্ব অভিজ্ঞাতার মাধ্যমেও সেই শিক্ষা আসে যে....আপনি নিজেকে কোন পথে নিয়ে যাবেন এবং কোন পথে নয়

 

সংগৃহিত জ্ঞান আপনি পাবেন সফল এবং মহান ব্যক্তিদের জীবনী থেকে, তাঁদের দেওয়া নীতি উপদেশ থেকে, অথবা তাঁদের লেখা বই থেকে। তবে শুধু সংগৃহিত জ্ঞান নিজের লক্ষ্যে নির্ণয় নেয়ার ক্ষেত্রে যথেষ্ট হয় না। তাই জীবন্ত, অভিজ্ঞ এবং সফল পথপ্রদর্শক এর প্রয়োজন পড়ে, যিনি আপনাকে প্রয়োজনে প্রতিপদে সহায়তা করবেন। আপনার পথপ্রদর্শক এক বা একাধিক হতে পারেন।

অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা আপনি পাবেন যখন আপনি নিজে আপনার লক্ষ্যে নিযুক্ত করবেন।পদক্ষেপ নিতে নিতে,  এগিয়ে যেতে যেতে কখনো সফল হবেন, বা কখনো ব্যর্থতা আসবে যা আপনাকে সঠিক পথ চিনতে সাহায্য করবে। তবে নিজের অভিজ্ঞতার মাধ্যমে তো সবকিছু শিখতে পারবেন না, কারণ সবকিছু আপনার জীবনে ঘটবে না। আবার কথা হলো নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে গেলে অনেক মূল্যবান সময় এবং বৈষয়িক ও আর্থিক মূল্য হারাতে হবে। সেই জন্য বুদ্ধিমানের কাজ হলো অন্যের জীবনে ঘটে যাওয়া ঘটনার থেকে শিক্ষা নেওয়া অর্থাৎ অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। সফল এবং মহান ব্যক্তিদের উক্তি, প্রবচন থেকে, তাঁদের লেখা বই এবং তাঁদের জীবনী সম্বন্ধে লিখিত বই থেকে সেইঅভিজ্ঞতা এবং জ্ঞান পাওয়া যাবে। অথবা পারিপার্শিক চারিদিকে নজর খোলা রাখতে হবে, পাড়া পড়শী, বন্ধু বান্ধব, পরিচিত ব্যক্তিদের জীবনে ঘটে থাকা দৃস্ট অভিজ্ঞাতা থেকেও অনেক শিক্ষা পাওয়া যাবে।                                                                                          

                                                                                                       



নিম্নলিখিত উক্তি গুলি সফল হওয়া মহান ব্যক্তিদের দেওয়া মহান উক্তি, যা তাঁরা জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্তি লাভ করেছেন। তাই আমাদের জীবন কে সফল করবার জন্যে এই উপদেশগুলি খুব উপকারী হবে।..........           

1)কাজে সফলতা পেতে গেলে সেই কাজ টি করতে হবে, মুখে বললেই হবে না।  .........পাবলো পিকাসো

2) ব্যর্থতার মাধ্যমেই সফলতা আসে অর্থাৎ সফলতা পাওয়ার পথে মাঝে মাঝে বিফলতা আসতেই পারে। কাজের পথে নিরুৎসাহ হওয়া এবং বিফলতা আসা ব্যাপারটা স্বভাবতই ঘটে এবং ওসব পেরিয়ে তবেই সফলতা আসে।......ডেল কার্নেগীকে

3) আপনি যদি সবাই কে খুশি করতে চান তাহলে আপনার ব্যর্থতা অবশ্যম্ভাবী ।   .........বিল কসবি

4) সফল হতে গেলে আপনার 'ব্যর্থতা হওয়ার যে ভয়' এর তুলনায় আপনার সেই কাজে 'সফল হওয়ার জন্য যে জেদ' সেটা বেশি থাকতে হবে।...........বিল কসবি

5) আমি সফল হওয়ার আগে অনেক বার অসফল হয়েছি।...........মাইকেল জর্ডন

6) অসফলতা থেকে যদি শিক্ষা নিয়ে সেই শিক্ষা কাজে লাগানো যায়, তাহলে একদিন সফলতা আসবেই।........ম্যালকম ফোর্বস 

7) আপনার উদ্দেশ্য সফল কারবার পথে বারবার বিফলতা আসতে পারে কিন্তু নিরুৎসাহ না হয়ে নিজের উদ্দেশ্যে কাজ করে যেতে হবে।..........উইলস্টোন চার্চিল

8) কোনো কথা বলার আগে ভেবে চিন্তে বলবেন। কারণ আপনার কথাতেই হয়ত কেও সুপথে বা কুপথে প্রভাবিত হাতে পারে।...........নেপোলিয়ন হিল

9) সফলতার পেছনে ছুটবেন না। বরং এমন কাজ করুন যা সমাজে আপনার মূল্য বাড়িয়ে দেয়।........আলবার্ট আইনস্টাইন

10) সফল ব্যক্তিগণ সর্বদা অন্য কে সাহায্য করবার জন্য সুযোগ খোঁজেন,  এবং অসফল ব্যক্তি সবসময় নিজের লাভ পাওয়ার জন্য সুযোগ খোঁজেন।.......ব্রায়ান ট্রেসি

11) যদি আপনি নিজের লক্ষ্য পূরণের জন্য আপনার লক্ষ্যের প্রতি তীখ্ন নজর রাখেন তাহলে পথে আগত কোনো বাধাই বাধা বলে মনে হবে না। আর আপনি যদি আপনার মনকে নিজের উদ্দেশ্য থেকে সরিয়ে দেন তাহলেই বাধা আপনাকে ভাই পায়ে দেবে।............হেনরি ফোর্ড

12) যিনি কোনোদিন ভুল করেন নি তাঁর দ্বারা সফলতা পাওয়া সম্ভব নয়।মহান  সফলতা র পথে অনেকবার বিফলতা ও আসতে পারে।......নেপোলিয়ন হিল

13) খুব বড় সফলতা পাওয়ার জন্য তার আগে খুব বড় সফলতা পাওয়ার স্বপ্ন দেখতে হবে।..........আব্দুল কালাম

14) যদি কেও কোনোদিন অসফল হননি তাহলে বুঝতে হবে তিনি জীবনে বড় কিছু করবার জন্য চেষ্টাও করেন নি।.........আলবার্ট আইনস্টাইন

15) কোনো ব্যক্তি যে কাজ করেছেন সেটা থেকেই তাঁর পরিচয় পাওয়া যায়।  তিনি কোথায় জন্মেছেন বা কার সন্তান সেটা থেকে নয়।.........আচার্য্য চানক্য

16) আপনার যে উদ্দেশ্যে কাজটি করতে উৎসাহ এবং উদ্দীপনা জাগে না জেনে নিন সেটি আপনার পথ নয়।...........আব্রাহাম হিক্স

17) মোদ্দা কথা হলো আমরা নিজের কর্ম দিয়ে নিজেই নিজের ভাগ্য তৈরি করি।.....চন্দ্র কোচার 

18) আপনার মনাস্স্থিতি দিয়ে আপনার ভাগ্য তৈরি হয়, পরিস্থিতি দিয়ে নয়।.......টনি রৰিন্স

19) আপনি কোথায় বা কার সন্তান হয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্ব পূর্ণ হলো আপনি কি উদ্দেশ্যে কাজ করছেন।........ব্রায়ান ট্রেসি

20) আপনার উদ্দেশ্য বা লক্ষ্য সফল হবে যদি সেই উদ্দেশ্যে কাজ করবার জন্য আপনার মধ্যে যথেষ্ট আত্মবল এবং সাহস থাকে।.......ব্রায়ান ট্রেসি

21) সফল হওয়ার কতকগুলি গুন্ আপনার চরিত্রে  থাকা দরকার। যদি সেগুলি আপনার মধ্যে আছে তাহলে আপনি নিশ্চই সফল হবেন।.........ব্রায়ান ট্রেসি

22) কোনো বিষয়ে শুধু দোষ বের করে চুপ থাকবেন না, সেই দোষ কে শোধন করে সমাধান বের করবার পথ খুঁজুন।.......টনি রৰিন্স

23) আপনার চিন্তন শক্তি এবং দূরদর্শিতা থেকেই বোঝা যায় আপনি কত বড় নায়ক বা নেতা হাতে পারবেন অথবা অন্যের অনুগামী হয়েই থেকে যাবেন।........স্টিভ জবস

24) আপনার মধ্যে জ্ঞানের খিদে এবং কাজ করবার খিদে যেন কোনোদিন শেষ না হয়।.......স্টিভ জবস

25) আমার মধ্যে  বিশেষ কোনো  দক্ষতা নেই ,তবে আমি যাই করি প্রগাঢ়  মনোযোগ সহকারে করি।.......আলবার্ট আইনস্টাইন

26) অপ্রয়োজনীয় কাজ কে বাদ দেয়ার ক্ষমতা থাকতে হবে,  এবং যেটা খুব প্রয়োজনীয় সেই কাজ আপনি পারবেন এই আত্মবল যদি থাকে তাহলে আপনি নিশ্চই সফল হবেন।.........মার্ক তায়েন

27) প্রতিদিন এমন কাজ করুন যেন দিনের শেষে মনে হয় আজ দিনটি জীবনের সেরা দিন  ছিল।..........মার্ক তায়েন                                                                                     

28) বোকা এবং অবুঝ ব্যক্তির সাথে তর্ক করবেন না। যদি করেন তাহলে তিনি আপনাকে তাঁর যোগ্যতার জায়গায় নামিয়ে নিয়ে আসবে এবং তাঁর অবুঝ যুক্তি দিয়ে আপনাকে পেটাবে।...........মার্ক তায়েন

29) যদি আপনি সত্যি কথা বলেন তাহলে, আজ কাকে কি বললেন, পরশু কাকে কি বললেন সেসব চিন্তা করতে হবে না।..........মার্ক তায়েন

30) যদি আপনি মনের মধ্যে ভয় জিনিসটাকে দূর করতে পারেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন।............স্বামী বিবেকানন্দ

31) যদি আপনি কোন মহান কাজ করতে যান, তাহলে লোক আপনাকে প্রথমে উপহাস করবে, তারপর বাধা দেবে এবং অবশেষে আপনার কাজ কে স্বীকার করবে। এসব ঘটবেই সেটা নিশ্চিত।............স্বামী বিবেকানন্দ

32) তুমি নিজেকে কিরকম ভাবছো তেমনিই হবে। যদি সাহসী ভাবো তাহলে তুমি সাহসী। আর যদি নিজেকে ভীতু মনে করো তাহলে তুমি ভীতু।........স্বামী বিবেকানন্দ

33) যা বৃক্ষ তুমি রোপন করবে, সেই গাছ থেকে তেমনি ফল পাবে।.........স্বামী বিবেকানন্দ

34) সমস্ত ব্রহ্মাণ্ড শক্তি আমাতেই নিহিত আছে। এটা এমন হয় যে আমরা নিজেই নিজের হাত দিয়ে চোখ ঢেকে নিই, আর বলি আমি সামনে দেখতে পাচ্ছি না।  ...........স্বামী বিবেকানন্দ

35) যেমন সূর্য শক্তি কে আতশ কাঁচ দিয়ে এককেন্দ্রীভূত করলে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা তৈরি হয়, তেমনি আমাদের ইচ্ছাশক্তি এককেন্দ্রীভূত হলে যে কোনো সমস্যা কে জ্বালিয়ে ছাই করতে পারে।...........স্বামী বিবেকানন্দ

36) শুধু মাত্র মহান ব্যক্তিরাই এই পৃথিবীকে সম্পূর্ণ ভাবে উপভোগ করতে পারেন। তাই পৃথিবীকে সম্পূর্ণরূপে উপভোগ করতে হলে সেই মহান ব্যক্তিদের পথকেই অনুসরণ করতে হবে।............স্বামী বিবেকানন্দ

37) আমি ঈশ্বর এর কাছে যা যা চেয়েছি সবকিছু পাই নি, তবে যা যা প্রয়োজন তা সবকিছু পেয়েছি।...........স্বামী বিবেকানন্দ

38) নিজের প্রতি আত্মবিশ্বাস যদি থাকে, সমগ্র বিশ্ব তোমার বশীভূত হবে।............স্বামী বিবেকানন্দ


39) তুমি  বর্তমানে যে অবস্থায় আছো তার জন্য তুমি দায়ী। এবং তুমি যা হতে চাও তা হওয়ার ক্ষমতা তোমার মধ্যে আছে।তুমি যা হয়েছো সেটা তোমার পূর্বে করা কর্মের ফলে হয়েছে।এবং আগে ভবিষ্যতে যা হবে সেটা বর্তমানে তুমি যা করছো  সেই কর্মের ফল হবে। তাই বর্তমানে কি এবং কিভাবে কর্ম করবে সেটা জানা দরকার।...........স্বামী বিবেকানন্দ

40) যদি তুমি চাও লোক তোমাকে নিন্দা না করুক।  তাহলে একটাই পথ আছে যে কোনো কাজ তুমি করো না।.........জেফ বেজোস

41) জীবনে শুধু বেঁচে থাকাটাই উদ্দেশ্য নয়। জীবনে নিজের মহান উদ্দেশ্যে নিজেকে বিলিয়ে দিয়ে জীবন কে সম্পূর্ণ রূপে উপভোগ করতে পারাটাই জীবনে উদ্দেশ্য।.......জেফ বেজোস

42) যদি আপনার মনে হয় কাজটি করা খুব গুরুত্বপূর্ণ, তাহলে যতই কঠিন মনে হোক  না কেন সেটা করা দরকার।...........এলোন মাস্ক

43) নিজেকে বারবার মনে করিয়ে দাও পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমি এটা করবোই কারণ এটা আমার খুব প্রয়োজন।............লেস ব্রাউন

44) প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা দুটো রাস্তা পছন্দ করতে পারি, হয় আমি আমার স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়বো অথবা আমার স্বপ্ন কে সফল করবার জন্য পদক্ষেপ নেবো।...........উইলস স্মিথ

45) যদি উড়তে না পারো, দৌড়াও। যদি দৌড়াতে না পারো, হাঁটো। আর যদি  হাঁটতে না পারো গড়িয়ে চলো। যেভাবেই হোক এগিয়ে যেতে হবে। এগিয়ে চলাই জীবন।..........মার্টিন লুথার কিং 

46) তুমি তোমার ভয় এর দ্বারা যেন চালিত না হও। তোমাকে তোমার স্বপ্ন এবং উদ্দেশ্যের দ্বারা চালিত হতে হবে।.........রয় টি বেনেট

47) আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকলে তবেই সফলতা সম্ভব। ..........বিরাট কোহলি

48) আপনি যখন বড় কিছু করতে যাবেন কিছু লোক আপনাকে পিছনে টানবে। সেইবাধাকে অতিক্রম করতে হবে তবেই সফলতা সম্ভব।..........জর্জ এস পট্টন

 

49) বুদ্ধিমান ব্যক্তি অন্যের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নেন, সাধারণ ব্যক্তি নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষা নেন এবং বোকা, অবুঝ ব্যক্তিদের শিক্ষা নেওয়ার দরকার থাকে না তাদের কাছে সব উত্তর থাকে।...........সক্রেটিস

50) তোমার হৃদয় দিয়ে যেটা সঠিক মনে হয় সেটাই করো। কারণ তুমি যাই কারো না কেন কিছু লোক নিন্দা করবেই।..........ইলিনোর রুজভেল্ট

51) অসম্ভব বলে কিছু নেই। এটা শুধু একটা প্রবাদ।..........পাউলো কোয়েলহো

52) কখনো খুব ভালো জিনিস পেতে গেলে ভালো জিনিস টা ত্যাগ করতে হয়। এর জন্য পিছুপা হয়ো না।.......জন ডি রকফেলোর

53) তোমার যে কাজটি করা অসম্ভব মনে হয়, সেই কাজটি অবশ্যই করা দরকার।  ..........এলেনোর রুজভেল্ট

54) অসফলতা যতটা না ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে সফলতা নিয়ে সন্দেহ থাকলে।.........সুজি কাসেম

55) আমি কখনো হেরে যাই না, হয় আমি জিতি অথবা আমি শিখি।......নেলসন ম্যান্ডেলা

56) শুধু ব্যস্ত থাকলেই কাজ হয় না, কাজের জন্য কঠোর মনোযোগ দরকার।..........টিম ফেরিস

57) যখনি মনে ভয় সৃষ্টি হচ্ছে, ভয়কে আক্রমণ করে শেষ করে দাও।........আচার্য চানক্য

58) যখন পরিস্থিতি খারাপ থাকে, কিছু লোক নিজেকে ভেঙে দিয়ে নিজেকে নষ্ট করে দেয়, আবার সেই পরিস্থিতিতেই কিছু লোক থাকেন যাঁরা পরিস্থিতির সঙ্গে লড়াই করে জিতে এসে সুনাম তৈরি করেন।..........শিব খেরা

59) যাঁরা সক্ষম নন তাঁরা অন্যকে দায়ী করেন।...........ড্যান লক

60) যদি তুমি বুঝতে পেরেছো তুমি কি হতে চাও, তাহলে তুমি এটাও জানো যে  তার জন্য তোমাকে কি করতে হবে।..........ড্যান লক

61) যদি তুমি সফলতা চাও তাহলে সফলতা পাওয়ার পরিবর্তে  যা মূল্য তুমি দান করবে সেটা প্রস্তুত রাখো।............ড্যান লক

62) যদি তুমি কোনো কাজ সম্পূর্ণ করতে চাও, তাহলে দিন সীমা বেঁধে দাও যে এতদিনের মধ্যে তুমি কাজটি সম্পন্ন করবে।.............ড্যান লক 

63) যদি আপনার জীবনের লক্ষ্য আপনাকে ভয়ভীত না করে তাহলে জেনে নিন  আপনি খুব ছোট লক্ষ্য  রেখেছেন।........ রিচার্ড ব্র্যানসন 

64) যদি তুমি বিশ্বাস করতে পারলে যে তুমি কাজটি করতে পারবে, তাহলে ধরে নাও অর্ধেক কাজ হয়েই গেলো।.......থিওডোরে রুজভেল্ট 

65) নিজের লক্ষ্যে চুপচাপ কাজ করে যাও। তোমার সফলতা অন্যজনকে বলে কয়ে বেড়াতে হবে না। সাফল্য আপনা আপনি দেখা যাবে।.......ফ্র্যাঙ্ক ওসেন


উপরের এই তথ্য ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই Like  এবং Share করুন।


আরো পড়ুন:-ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY  Loan , আপনার অভ্যন্তরীণ ক্ষমতা কে জাগান ,

                     চিন্তন করুন এবং সফল হন , কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন , 

                     জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,

                     অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কিআকর্ষণ সূত্র , শ্রীমদ্ভাগবত গীতা সার ,

                     PMEGP Business Loan , মহান ব্যক্তিদের সাতটি  অভ্যাস 

                     বাঁধাধরা জীবন থেকে বেরিয়ে আসুন ,


For Motivational Articles In English visit.....www.badisafalta.com

      

Post a Comment

0 Comments