বিখ্যাত ব্যবসায়ী, উপদেষ্টা, লেখক এবং ব্যক্তিত্ব নির্মাণকারী শিক্ষক ‘ড্যান লক’ এর দেওয়া সফলতার জন্য উপদেশ এবং উক্তি :-
ড্যান লক হলেন একজন বিখ্যাত চাইনিজ-কানাডিয়ান ব্যবসায়ী উদ্যোক্তা, ব্যবসা বিষয়ক উপদেষ্টা, লেখক,ইউটিউবার এবং ব্যক্তিত্ব নির্মাণকারী শিক্ষক। তাঁর লেখা বই হলো- Creativity Sucks , The Midas Touch, Sold , Influence , Art of war for the new Millennium , Secret of Canadian Top Performers , এবং FU-Money .
আজ আমরা তাঁর দেওয়া ব্যবসা বিষয়ক এবং ব্যক্তিত্ব
বিকাশ বিষয়ক উপদেশ এবং উক্তি গুলি জানাবো....
1) একজন ব্যানসায়ী উদ্যোক্তা র সবথেকে বড়ো গুন্ হলো তাঁর
মধ্যে দীর্ঘদিন ধরে মানসিক চাপ সহ্য করার শক্তি থাকতে হবে।.........ড্যান লক
2) ব্যবসাতে জয়ী হওয়ার জন্য আপনি কি মূল্য
প্রতিদান হিসাবে দিতে প্রস্তুত? .........ড্যান লক
3) যখন আপনার মনের চাহিদা এবং প্রকৃত অবস্থা মিল খায় না
তখনি আপনি অসুখী এবং হতাশ হয়ে যান। খুশি হতে গেলে হয়ত আপনাকে আপনার চাহিদার সীমা
কম রাখতে হবে অথবা আপনার প্রকৃত অবস্থা কে পরিবর্তন করে আপনার ইচ্ছেমতো পরিস্থিতি
নির্মাণ করতে হবে।..........ড্যান লক
4) তুমি যা পেয়েছো, বা যে অবস্থায় আছো, তাতে খুশি হয়ে, তার জন্য প্রকৃতি কে
ধন্যবাদ জানাও তাহলে তুমি খুশি থাকবে।.........ড্যান লক
5) সফল ব্যক্তিদের মধ্যে মহৎ অভ্যাস থাকে। কিন্তু অসফল
ব্যক্তিদের মধ্যে কোনো সুগঠিত সঠিক চরিত্র থাকে না, তাঁরা হয়ত কেও খুব
মদ্যপান করেন, বা কেও অন্য কোনো ও নেশা করেন, কেও টিভি সিনেমা
দেখে বা অপ্রয়োজনীয় বিনোদনের মাধ্যমে মূল্যবান সময় নষ্ট করেন। আসলে অভ্যাস হলো এমন
একটি জিনিস যা আপনার প্রতিদিনের কাজের 40% কাজ অভ্যাস দ্বারা পরিচালিত হয়। সেইজন্য
প্রতিদিনের অভ্যাস কে সঠিকভাবে গঠন করতে হবে।..........ড্যান লক
6) নিজেকে সফল করে তুলতে হলে আরামে বসে থাকলে চলবে না, কঠোর পরিশ্রম করতে হবে।..........ড্যান লক
7) আমি এরকমই, বলে বাহানা দিয়ে
নিজের চরিত্র কে দুর্বল করবেন না।আপনি চাইলে আপনার ব্যক্তিত্ব কে
পরিবর্তন করতে পারেন।.........ড্যান লক
8) জনগণ কে আকর্ষণ করতে হলে আপনার চিন্তাধারা আপনার দূরদর্শিতা , আপনার লক্ষ্য এতটাই
বড়ো করতে হবে যে অন্যজন আপনার সঙ্গে থেকে আপনার লক্ষ্যের সাথে সহকর্মী হয়ে
নিজেকে ধন্য মানে করবেন।...........ড্যান লক
9) জনগণ কে উৎসাহিত করতে আপনি তখনি পারবেন যদি আপনা মধ্যে সাধারণ লোকের তুলনায় কোনো বিশেষ ভালো গুন্ থাকে।..........ড্যান লক
10) যে ব্যবসা সম্বন্ধে
আপনি কিছুই বুঝেন না সেরকম ব্যবসা আপনি করতে যাবেন না।...........ড্যান লক
11) যা কিছুই তুমি করতে যাচ্ছ, করবার আগে নিজেকে
প্রশ্ন কারো যে কেন তুমি এটা করছো এবং কেন এখন করতে যাবে? ..........ড্যান লক
12) তোমার আত্মসম্মান কে মূল্য দিতে হবে।যদি তুমি কাওকে
কথা দিয়ে কথা রাখো নি বা, কোনো কাজ করবে বলে
করো নি। এরকম বারবার করবার অভ্যাস যদি আপনার আছে তাহলে আপনার
মধ্যে আত্মসম্মানবোধ নেই। আর তা যদি না থাকে তাহলে তুমি নিজেকেও
ফাঁকি দিচ্ছ, এরকম ভাবে সফলতা সম্ভব নয়।..........ড্যান লক
13) আপনার আত্মশক্তি এবং
স্বপরিচালন ক্ষমতা আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যেও এগিয়ে যেতে সহায়তা করে, এমনকি বিফল হলেও
আবার সেখান থেকে উঠে এসে সফল হওয়ার জন্য আবার চালিত করে।.........ড্যান লক
14) আমার দীর্ঘদিনের কর্মজীবনে কোনোদিন অজুহাত দেখিয়ে
কাজে বিরতি নিই নি।......ড্যান লক
15) আমি আমার লক্ষ্যের প্রথম পাঁচ বছর প্রতিদিন কোনোদিন
১০ ঘন্টা, কোনোদিন ১২ ঘন্টা কোনোদিন বা ১৪ ঘন্টা
পর্যন্ত কাজ করেছি। এবং আমার এই প্রেরণার পেছনে রয়েছে আমার পরিবার, এবং সেই সব ব্যক্তিদের উপহাস
যারা আমি সফল হতে পারবো না বলে উপহাস করেছিল।..........ড্যান লক
16) আপনি কত ভালো কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আপনার প্রতিনিয়ত চেষ্টা থাকতে হবে আরো ভালো কিকরে করতে পারবো। আত্মতুষ্টি কে স্থান দিয়ে নিজের উন্নতিতে বিরাম দেওয়া চলবে না।..........ড্যান লক
17) বাহানা বা অজুহাত দেখানো টা আসলে হলো
সুপরিকল্পিত ভাবে মিথ্যা বলা।.........ড্যান লক
18) আপনার মন বিভিন্ন ভাবে বাহানা করে। আমার দ্বারা হবে
না।অথবা মন বলবে আমার কাছে এটা করবার জন্য যথেস্ট টাকা নেই, অথবা বলবে এটা করবার
জন্য যে অভিজ্ঞাতা দরকার তা আমার কাছে নেই। মন বিভিন্ন অজুহাত
দেখাবে যাতে কাজটা না করতে হয়। কিন্তু এসবের মধ্যেও যদি এই কাজটি করবার জন্য একটি
খুব বিশেষ প্রয়োজনীয়তা থাকে তাহলে আপনি সব বাধা সব বাহানা অতিক্রম করে কাজটি করতে
উদ্যোগ নেবেন।আপনাকে সে বিশেষ প্রয়োজনটি খুঁজে বের করতে হবে।..........ড্যান লক
19) উদ্যোগী ব্যবসা করা হলো প্রতিযোগিতার মতো। এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে 24 ঘন্টা প্রতিযোগিতা লেগে থাকে। সবসময় কেও না কেও আপনার সাথে প্রতিযোগিতা করেই যাচ্ছে। তাই টিকে থাকতে গেলে সবসময় আপনাকে ভাবতে হবে আরো ভালো কি করে করবো।.............ড্যান লক
20) ধনী লোক মানেই খারাপ লোক একথা তা ঠিক নয়। টাকা হলো
একটি উদ্দীপক। ভালো লোকের কাছে টাকা থাকলে তিনি সেই টাকা কে কাজে
লাগিয়ে অনেক বেশী ভালো কাজ করেন। এবং খারাপ লোকের
কাছে টাকা থাকলে তিনি আরো খারাপ কাজ করেন।.........ড্যান লক
21) সফলতা বিষয়টি অভ্যাস এর উপর নির্ভর
করে। আপনি যা প্রতিনিয়ত ধারাবাহিভাবে করেন তার উপরই সফলতা নির্ভর করে।প্রত্যেক
ব্যক্তির মধ্যে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় থাকে যে সময়ে তাঁর মস্তিস্ক সবথেকে
সক্রিয় থাকে। সেটা কারো ক্ষেত্রে হতে পারে ভোর বেলা র সময় যখন পরিবেশ শান্ত থাকে
এবং আপনার গভীর ভাবে চিন্তন করার অনুকূল সময় হয়, অথবা কারো ক্ষেত্রে
হতে পারে রাত্রি বেলা খাওয়া দাওয়ার পর যখন অনেকেই ঘুমিয়ে পড়েন এবং পরিবেশ শান্ত
হয়। আপনার ক্রিয়াশীল সময় যেটাই হোক সেই সময়টাকে নিজের উদ্দেশ্যে কাজে লাগান।............ড্যান লক
22) প্রতিদিন তোমার কাজের সময়ের এক ঘন্টা দাও যা তোমার দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে কাজে লাগবে। এমন বাহানা চলবে না যে আজ নয় কালকে করবো। আজ না করে তার বদলে কালকে একঘন্টার জায়গায় দু ঘন্টা করবো। অথবা আজ আর কাল না করে পরশু তিনঘন্টা করবো এভাবে মনকে মানিয়ে নিজেকে ফাঁকি দেওয়া চলবে না। সোজা কথা আজ একঘন্টা করব, কল একঘন্টা করবো এভাবে প্রতিদিন একঘন্টা করবো। ব্যাস সিদ্ধান্ত নাও প্রতিদিন একঘন্টা সময় নিজে র দক্ষতা বাড়ানোর জন্য দেবে।...........ড্যান লক
23) আপনি যা সমস্যায় পড়েছেন এমন একজনের কাছে পরামর্শ বা
উপদেশ নিন যিনি আগেই সেই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সে সমস্যাকে অতিক্রম করে
এগিয়ে গেছেন।..........ড্যান লক
24) মার্ক কিউবান প্রতিদিন এক ঘন্টা পড়েন।বিল গেটস প্রতিদিন এক ঘন্টা পড়েন।ড্যান লক সপ্তাহে তিনটি বই পড়েন। প্রতিদিন অন্তত একঘন্টা কোনো জ্ঞানমূলক বই পড়ুন। অথবা কোনো পডকাস্ট শুনুন, অথবা কোনো সফল ব্যক্তির সাথে কথা বলুন। সফল ব্যক্তিদের সাথে অথবা মেন্টর এর সাথে কাছে শিক্ষা নেয়া এসব আপনাকে প্রতিদিন আপনার মানসিক এবং বৌদ্ধিক বিকাশ ঘটায় যা প্রতিদিন করা উচিত। এটা আপনাকে সফলতার শিখরে পৌছাতে সাহায্য করবে।.........ড্যান লক
25)নিজের যন্ত্রনা কে লুকোবে না। এবং লড়াই থেকে দূরে সরে যাবে না। এই যন্ত্রণাকেই ব্যবহার কারো অনুভূতি হিসাবে। ব্যর্থতার যন্ত্রনা থেকে শিক্ষা নাও যে এবার এমন কিছু করবো যাতে এমন যন্ত্রনা কোনোদিন পেতে না হয়।তোমার অসফলতার যন্ত্রনা কে মানসিক জেদ এ পরিণত কারো আর কোনোদিন হাল ছেড়ো না। এগিয়ে যাও সফলতার জন্য লড়াই কারো।..........ড্যান লক
26)
27) অনেকেই আশা করেন অনেক কিছু করবার। আশা করি আমি এটা
করতে পারবো। আশা করি আমি ওটা করতে পারবো। এই আশা করাটা কোনো
পরিকল্পনা নয়। যিনি আশা করি আশাকরি এরকম বলেন মনে হয় তাঁর ওই
পরিস্থিতির উপর নয়ন্ত্রন নেই। সফল ব্যক্তি রা আশা করেন না। তাঁরা নিজে করেন। তাঁদের লক্ষ্য
পরিষ্কার থাকে।..........ড্যান লক
28) কোনো কাজ করতে গিয়ে কখনো বলবে না যে আমি পারবো না, বা আমার কাছে এটা করবার জন্য
যথেষ্ট পুঁজি নেই। যখনই তুমি ভাবলে আমি পারবো না বা আমার দ্বারা হবে না , তখনি তোমার মস্তিস্ক
ওই বিষয়ে ভাবনা চিন্তা বন্ধ করে দেবে, সমস্যার সমাধানের পথ
খোঁজা বন্ধ করে দেবে। তাই পরিবর্তে ভাবো যে যদি কি করে সেই কাজটি করবো ? যদি পুঁজির অভাব
তাহলে পুঁজি কি করে জোগাড় করবো? আর যদি বুদ্ধির অভাব
তাহলে কার কাছে গেলে সেই উপায় পরামর্শ পাওয়া
যাবে ? যখনই তুমি ভাবলে "কি করে করবো?" তোমার মস্তিস্ক উপায়
খোঁজা শুরু করে দেবে।..........ড্যান লক
29) বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক এবং এনিমেটর Walt Disney কেও তাঁর
সাক্ষাৎকারগ্রহণকারী একবার চাকুরী থেকে প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে তাঁর
মধ্যে সৃজনশীলতা এবং চিন্তাশক্তি নেই।.........ড্যান লক
30) বিখ্যাত পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতা স্টিভেন
স্পিলবার্গ কেও অভিনয় স্কুল থেকে তিনবার প্রত্যাখ্যান করা হয়েছিল এই বলে যে তাঁর
মধ্যে অভিনয় করার বা পরিচালনা করা শেখার মতো যোগ্যতা নেই।...........ড্যান লক
31) খুঁজে দেখবেন যত সব সফল মহান ব্যক্তি রয়েছেন, তাঁরা জীবনে অনেক
বার অসফল হয়েছেন।...........ড্যান লক
32) সফল এবং অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য দক্ষতা বা
জ্ঞানের অভাবে নয়। অসফল ব্যক্তির মধ্যে বিশেষ অভাব যা
হলো সেটা হলো ইচ্ছা শক্তির অভাব।..........ড্যান লক
33) যদি তুমি ব্যবসা করার জন্য চাকুরী ছাড়তে চাও তাহলে
তার আগে তার আগে একটি হাই ইনকাম স্কিল শিখতে হবে, যা আপাতত পরিবার চালানোর
জন্য এবং দৈনিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য সহকারী হবে। তার পর ব্যবসার জন্য উদ্যোগী
হও। কারণ ব্যবসায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কিছু আয় দরকার। যখন তোমার হাই ইনকাম
স্কিল তোমার চাকুরীর বেতনের তুলনায় দ্বিগুন আয় দেবে তখন তুমি তোমার চাকরি ছাড়তে
পারো।............ ড্যান লক
34) তোমার যা সঠিক মনে হয় সেটাই করো। তুমি নিজের পথ নিজে
নির্মাণ করো।.........ড্যান লক
35) যখনই তুমি কোনো নতুন পথ অনুসরণ করবে, তোমার পারিপার্শিক লোকজন তোমাকে বোকা মনে করবে। তারা চায় তুমিও তাদের মতোই সাধারণ থাকো, সাধারণ ভাবে প্রতিষ্ঠিত হও, ঝুঁকি নিও না, নিরাপদ থাকো, একটা প্রতিষ্ঠিত চাকুরী জোগাড় করে সাধারণ ব্যক্তির মতো ঘর সংসার করো। আর যতই এবিষয়ে তুমি তাদের সাথে তর্ক বিতর্ক করবে ততই তাদের সাথে তোমার দূরত্ব বাড়বে। তারা তোমাকে হারানোর ভয়ে চিন্তিত থাকবে। এই জন্যই তুমি যখনই কোনো নতুন পথ অনুসরণ করো তখন তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তোমাকে সাহায্য করে না। ..........ড্যান লক
36) লোকে বলে আমি আমার ব্যবসা উন্নত করতে পারছি না, বা আমি High Income Skill শিখতে পারছি না। কিন্তু বাস্তবে দেখলে দেখা যাবে উনি আসলে ব্যবসা কে উন্নত করতে চান না বা হাই ইনকাম স্কিল শিখতে চান না। যদি আমরা খুব গুরুত্ব সহকারে নির্ণয় নিয়ে নিই যে আমরা এটা করবোই করবো, অথবা শিখবোই শিখবো তাহলে আমরা যা কিছুই শিখতে পারি বা যা কিছুই করতে পারি।..........ড্যান লক
37) ধনী ব্যক্তি রা টাকার তুলনায় সময় কে বেশি মূল্য দেয়। আর গরিব লোকেরা সময়ের তুলনায় টাকা কে বেশি মূল্য দেয়। আমি ধনী হলাম কারণ আমি সময় কে মূল্য দিতে শুরু করি। অনেকেই ধনী হন না কারণ তাঁরা সময় কে মূল্য দেন না।..........ড্যান লক
38) তোমার ইচ্ছা শক্তি পরিবেশ এর ক্ষমতার তুলনায় যদি কম হয়, তোমার পরিবার, তোমার বন্ধুবান্ধব যদি তোমার উদ্দেশ্যের পথে বাধা দিচ্ছেন এবং তুমি তোমার উদ্দেশ্যে এগিয়ে যেতে চাও।তাহলে এক কাজ কারো ওদের সাথে ঝগড়া করে লাভ নেই, তুমি এমন একটা পরিবেশ তৈরি কারো যে তাঁরা তোমাকে বাধা দিতে আসতে পারবে না বা বাধা দিতে আসবে না।তাদের সাথে ঝগড়া তর্কে না ফেঁসে গিয়ে বরং তাঁদের থেকে একটু দূরত্ব রাখো।..........ড্যান লক
39) সম্পন্ন করতে পারাটাই হলো ব্যবসায় সফলতার সবথেকে বড় মন্ত্র। তুমি যাই করতে নেমেছ সেটা যদি পরিপূর্ণ হলো না তাহলে কোনো ফল আসবে না এবং তোমার সব পরিশ্রম বৃথা যাবে। তাই হাল ছেড়ো না।..........ড্যান লক
40) ব্যবসার সবথেকে বড় শত্রু হলো 1)নিজের প্রতি আত্মবিশ্বাস এর অভাব। এবং 2) অজানা জিনিস এর প্রতি ভয় করা।..........ড্যান লক
41) যখন তুমি কোনো কিছুর জন্য প্রস্তুত নিচ্ছ তখন বিশ্বাস রাখো যে তুমি পারবে।এবং যখন কেউ তোমাকে বিশ্বাস করছে না, তখনও বিশ্বাস করো তুমি পারবে।তাহলেই সফলতা সম্ভব।..........ড্যান লক
42) নিজের
কর্মক্ষেত্রে সহকর্মী খোঁজার সময় সাবধান থেকো। খারাপ সহকর্মীর কাছ থেকে ভালো কাজ
পাওয়া যাবে এটা সম্ভব নয়।..........ড্যান লক
43) দেখবে একদিন আমিও খুব বড় ধনী ব্যক্তি হবো। এরকম ‘একদিন' ভাষাটা ব্যবহার করবে না। একদিন বলে কোনো দিন নেই। এই একদিন করবো বলার অর্থ আজকে করবো না ভবিষ্যতে কোনদিন করবো। এটা হলো অনিশ্চিত বক্তব্য। অনিশ্চিত বক্তব্য থেকে অনিশ্চয়তাই আসবে।এই কথাটা অসফল ব্যক্তিরা নিজের কাজকে না করার জন্য অথবা কাজের সময় কে দূরে ঠেলে দিতে এই ভাষাটা প্রয়োগ করেন। সফল ব্যক্তিরা বলেন না যে কোনো একদিন করবো।তাঁরা বলেন আজ করবো অথবা একটা নির্দিষ্ট দিন ঠিক করে বলেন অমুক দিন করবো।..........ড্যান লক
44) কখনো বলো না যে এটা করার জন্য এখনও সম্পর্ণভাবে প্রস্তুত নই। এটা বলার অর্থ হলো আমি ঝুঁকি নিতে চাই না। কোনদিন কোনো কাজের জন্য সম্পূর্ণভাবে তুমি প্রস্তুত হবে না।তোমাকে সামান্য অনিশ্চয়তার মধ্যেই এগিয়ে যেতে হবে।..........ড্যান লক
45) বাজারে তোমার মূল্য বাড়াও। যদি তুমি
মূল্যবান হও লোক তোমার জন্য মূল্য দিতে প্রস্তুত থাকবে। আর যদি তোমার মূল্য কম
থাকে, তাহলে সহজেই অন্য কারো দ্বারা তুমি
প্রতিস্থাপিত হবে।............ড্যান লক
46) জীবনে
তুমি কাঁকড়ার মতো চরিত্রের ব্যক্তি পাবে। তারা তোমাকে নিচের দিকে টানার চেষ্টা
করবে।তারা চাইবে যে তুমি যেখানে বা যেমন অবস্থায় আছো, তেমনি থাকো উন্নত হয়ো না।তাই ভেবে দেখো
তুমি যা করছো তার জন্য অন্যের মতবাদ এর কি দরকার আছে? তারা হয়ত কাঁকড়ার চরিত্রের মানুষ হতে
পারে। তাদের
মতবাদ এর তোমার প্রয়োজন নেই, নিজে
সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাও।.........ড্যান লক
47) তোমাকে
মার্কেটিং জিনিয়াস হওয়ার প্রয়োজন নেই। তোমার প্রোডাক্ট এর কাস্টমার ফিডব্যাক ই বলে
দেবে তোমার কাস্টমার কি চাই বা কি চাই না। ............ড্যান লক
48) প্রতিদিন
কত রোজগার হচ্ছে সেটার উপর সবথেকে বেশি নজর রাখতে হবে। যদি তুমি বছরে ১৮ লক্ষ টাকা রোজগার করতে চাও তাহলে মাসে ১৫০০০০ টাকা রোজগার করতে হবে, এবং তাহলে সপ্তাহে ৩৫০০০ টাকা রোজগার করতে হবে এবং সেই হিসাবে
প্রতিদিন 5০০০ টাকা রোজগার করতে হবে। সফল হতে
গেলে প্রত্যেকটি দিনের হিসাব রাখতে হবে। প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ।যদি
প্রতিদিনের লক্ষ্য প্রতিদিন পূরণ না হয় তাহলে সাপ্তাহিক লক্ষ্য পূরণ হবে না এবং
সাপ্তাহিক লক্ষ্য পূরণ না হলে মাসিক লক্ষ্য পূরণ হবে না।আর মাসিক লক্ষ্য পূরণ না হলে
বাৎসরিক লক্ষ্য পূরণ হবে না।............ড্যান লক
49) যদি কেউ তোমার মধ্যে কোনো মহান ব্যক্তিত্ব কে দেখতে পাচ্ছেন যেটা তুমিও কোনো দিন ভাবো নি, তাহলে তাঁর চিন্তাধারা কে কম গুরুত্ব দিও না।সেটাকে বাস্তবায়িত করার জন্য ভাবা যেটা পারে।.............ড্যান লক
50) একজন
মেন্টর রাখার অর্থ হলো সেই মেন্টর এর পাওয়া সারা জীবনের অভিজ্ঞতা এবং দক্ষতা তুমি
অল্পসময়েই নিজের জন্য প্রয়োগ করতে পারছো।...........ড্যান লক
51) সফল
হতে গেলে
তোমার মধ্যে জ্ঞান অর্জন এবং তথ্য সংগ্রহ করবার প্রচণ্ড খিদে থাকতে হবে।............ড্যান লক
উপরের এই তথ্য ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই Like এবং Share করুন।
আরো পড়ুন:-চিন্তন করুন এবং সফল হন , কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন ,
জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,
অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি , শ্রীমদ্ভাগবত গীতা সার ,
আকর্ষণ সূত্র , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না , সফল ব্যক্তিদের 11 টি গুন্ ,
সফলতার ১০ টি সূত্র , ১০ গুন্ সফল হবেন কিভাবে ?, জীবনের আশ্চর্জজনক রহস্য ,
ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি , মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস
ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY Loan ,
For Motivational Articles In English visit.....www.badisafalta.com
0 Comments