প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ( বিনা গ্যারেন্টি তে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন):-
আপনি যদি ব্যবসা করতে চান অথবা আপনার
ছোট ব্যবসা কে বড়ো করতে চান তাহলে আপনি ব্যবসা করবার জন্য প্রধান মন্ত্রী মুদ্রা
যোজনার মাধ্যমে লোন পাবেন বিনা গ্যারান্টী তে।যাঁরা উপযুক্ত মূলধনের অভাবে ব্যবসা
করতে চেয়েও অর্থাভাবে ব্যবসা চালু করতে পারেন নি, তাঁদের জন্য এটি একটি সহায়তা প্রকল্প। আর যাঁরা তাঁদের ছোট ব্যবসা কে
বড়ো করতে চান তাঁদের জন্যেও প্রযোজ্য।
কে এই মুদ্রা লোন এর জন্য আবেদন করতে পারবেন ?
আবেদনকারীর
নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ
বয়স ৬৫ বছর। আবেদনকারীকে ভারতীয়
নাগরিক হতে হবে। কোনো ক্রিমিনাল
ব্যাকগ্রাউন্ড থাকা চলবে না।
উদ্যোগী
ব্যক্তি, স্টার্টআপ, ব্যবসায়িক মালিক, উদ্যোক্তা, এসএমই, এমএসএমই ইত্যাদি
আবেদনের যোগ্য।
ব্যবসায়ী, কারিগর, প্রস্তুতকারক,
খুচরা বিক্রেতা,
ট্রেডিংব্যবসায়ী
, সার্ভিস বা সেবামূলক ব্যবসা এবং উৎপাদন
খাতে নিয়োজিত এঁরাও যোগ্য।
এই
লোন তিনটি স্তরে দেওয়া হয়-
1) শিশু লোন -এই লোন ৫০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। যাঁরা নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য আর্থিক সহায়তা খুঁজছেন তাঁদের জন্য এই লোন প্রযোজ্য
2) কিশোরে লোন -এই লোন ক্ষুদ্র ব্যবসা কে বড় করবার জন্য দেওয়া হয়। এই লোণের পরিমান হলো ৫০০০০ টাকার থেকে বেশি এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত।
3) তরুণ লোন -প্রতিষ্ঠিত
ব্যবসায়ী/প্রতিষ্ঠান যাঁরা পাঁচ লক্ষ এর
বেশি লোন চান তাঁদের জন্য এটা প্রযোজ্য।এই লোন ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়।
মুদ্রা
লোন এ সুদের হার কত থাকে ?
মুদ্রা
লোন এ সুদের হার শিশু লোন এর ক্ষেত্রে
বাৎসরিক ১২% থাকে। কিশোর এবং তরুণ মুদ্রা লোন এর সুদের হার বিভিন্ন ব্যাঙ্ক
এর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়।
**সর্বাধিক পাঁচ বছরের মধ্যে এই লোন শোধ করতে হবে।
*মুদ্রা লোন এ কোনো Subsidy বা ছাড় পাওয়া যায় না।
*কৃষিকাজের
জন্য মুদ্রা লোন প্রযোজ্য নয়।
ভারত
সরকার দ্বারা প্রতিষ্ঠিত Micro Units
Development Refinance Agency (MUDRA ) আপনাকে এই লোন এর সম্বন্ধে সাহায্য
করবে। সহায়তার জন্য toll free নো-1800180111 এবং 1800110001 এ যোগাযোগ করতে পারেন।
কোথায়
পাবেন এই
লোন ?
এই
লোন যে কোনো বাণিজ্যিক ব্যাঙ্ক, ক্ষুদ্র
আর্থিক ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান অথবা নন
ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি থেকে পাওয়া যাবে। যিনি এই যোজনার মাধ্যমে লোন পেতে চান তিনি উপরিউক্ত
যে কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন।
1)প্রথমে
তাঁকে www.mudra.org.in এ গিয়ে মুদ্রা লোন এর এপ্লিকেশন
ডাউনলোড করুন। সেখানেই Checklist
পাবেন সেটাও ডাউনলোড করে নিন, তাতে জানতে পারবেন Application এর সাথে কি কি Document জমা করতে হবে।
2)
এবার সেই আবেদনপত্র পরিপূর্ণ করে আপনার পছন্দের ব্যাঙ্ক এ যোগাযোগ করুন। এবং আবেদন পত্র জমা দিন। ব্যাঙ্ক ফর্মালিটি পূরণ করে জমা দিন।
আপনার জমা দেওয়া আবেদন পত্র এবং তথ্যাদি
ব্যাঙ্ক Verify করবে।এবং ব্যাঙ্ক তথ্যাদির দ্বারা
সন্তুষ্ট হলে লোন মঞ্জুর করবে।
যা
যা Document আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে তা
হলো-
1)Self written Business Plan
2)Duly Filled
Application
3)2 Copy Recent passport size photo
4)Proof of Identity -Passport, Voter id card, Driving
licence, Aadhar
5)Age
proof
6)Address proof
7)Proof
of business Address
and identity
8)Last
six months Bank
Statement
9)Documents in
case applicant belongs
to SC /ST or any
other Special Category
নিচে আবেদনপত্রের কপি এবং চেকলিস্ট দেওয়া হলো :-
মুদ্রা লোন (শিশু লোন ) এর জন্য :-
মুদ্রা
লোন(কিশোর/তরুণ লোন)এর জন্য :-
উপরের এই তথ্য ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই Like এবং Share করুন।...
আরো পড়ুন:-আত্মবিশ্বাস কি করে বাড়াবেন , জীবনের লক্ষ্য নির্ণয় করুন ,
সফলতা পাওয়ার মন্ত্র , বাধা পেরিয়েই সফলতা , সফল হবার সূত্র ,
সফল ব্যক্তিদের 11 টি গুন্ , সফলতার সূত্র কিভাবে কাজ করে , PMEGP Business Loan ,
মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস , বাঁধাধরা জীবন থেকে বেরিয়ে আসুন ,
For Motivational Articles In English visit....www.badisafalta.com
0 Comments