বিখ্যাত এবং সফল ব্যক্তিত্ব স্টিভ জবস, জ্যাক মা, ওয়াল্ট ডিসনি এবং কনফুসিয়াস এর দেওয়া মূল্যবান উক্তি(Motivational Quotes by Steve Jobs, Jack Maa, Walt Disney, and Confucius):-

স্টিভ জবস, জ্যাক মা, ওয়াল্ট ডিসনি এবং কনফুসিয়াস এর দেওয়া মূল্যবান উক্তি :-  

স্টিভ জবস একজন বিখ্যাত মার্কিন ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, এবং নিবেশক।তিনি আপেল কোম্পানি সহ-প্রতিষ্ঠাতা,  পিক্সার কোম্পানি র বেশির ভাগ অংশের মালিক ছিলেন এবং নেক্সট কোম্পানির প্রতিষ্ঠাতা।


স্টিভ জবস এর দেওয়া কতকগুলি মূল্যবান উক্তি :-


1) তোমার সময় সীমিত, তাই অন্যের কথামতো চলে জীবনী কে নষ্ট করবে না,  নিজে বুঝে সিদ্ধান্ত নাও এবং জীবন কে মূল্যবান করে তোলো ।................স্টিভ জবস

 

2) তুমি যাই মহান কাজ করো সেই কাজের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে সেই কাজকে সফল করে তোলা কঠিন।।................স্টিভ জবস

 

 3) যখন তুমি কোন সমস্যার সমাধান খোঁজ, প্রথম যে সমাধান মাথা আসে সেটা খুব জটিল হয়, কঠিন মনে হয়, আর লোক সেখানেই কঠিন ভেবে ছেড়ে দেয়। কিন্তু যদি তুমি চালিয়ে যাও আরো গভীর ভাবে ভাবতে থাকো, সমস্যার প্রত্যেকটি ছাল ছাড়িয়ে গভীরে ঢুকতে থাকো তাহলে দেখবে ভাবতে ভাবতে একটি সহজ সরল সমাধান বেরিয়ে এসেছে।কথা হলো বেশির ভাগ লোকই সময় নিয়ে গভীর ভাবে পুরো মানসিক শক্তি দিয়ে চিন্তন করেন না।।................স্টিভ জবস

 

 4) যখন তুমি নতুন বিষয়ে চিন্তন করো বা গবেষণা করো, করতে করতে কখনো ভুলও হয়। সবথেকে ভালো এই ভুলকে স্বীকার করে নেওয়া উচিত এবং আবার উন্নয়ন মূলক গবেষণায় এগিয়ে চলা উচিত।একবার ভুল হলো ভেবে নিরাশ হয়ে ছেড়ে দেওয়া উচিত নয়।।................স্টিভ জবস

 

 5) শতাব্দীর সবথেকে ধনীব্যক্তি হওয়া আমার লক্ষ্য নয়, আমার সন্তুষ্টি হলো যখন রাত্রে ঘুমোতে যাবো তখন যেন মনে হয় আজ খুব অদ্ভুত গুরুত্বপূর্ণ কিছু করতে পেরেছি।।................স্টিভ জবস

 

 6) নতুন চিন্তাধারা তথা দূরদর্শিতা ই হলো সেই গুন্ যা একজন নেতা এবং অনুগামী এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে।।................স্টিভ জবস

 

 7) তোমার অন্তরাত্মার ডাক কে বাহ্যিক লোকেদের মতবাদের প্রভাবে হত্যা হতে দিও না।।................স্টিভ জবস

 

 8) মনে রেখো একদিন তুমি মারা যাবে, সেদিন তুমি খালি হাতেই যাবে। অর্থাৎ তুমি শেষ জীবন চিন্তা করে দেখো এবং বুঝে নাও তুমি উলঙ্গ হয়েই আছো। সেই জন্যেই বলি কোনো কিছু হারানোর ভয় না করে তোমার হৃদয়ের কথা শোনো এবং নিজের উদ্দেশ্যে এগিয়ে চলো ।।................স্টিভ জবস

 

 9) আমি আপেল কোম্পানি তে ফিরে এসেছি অনেক টাকা রোজগার করবো বলে নয়। আমি এতটাই ভাগ্যবান যে আমার ২৫ বছর বয়সেই আমি 100মিলিয়ন মার্কিন ডলার রোজগার করেছি। এতো টাকা যা সারা জীবন বসে খেলেও সেই টাকা শেষ করা সম্ভব নয়। তবুও আমি এখানে এসেছি আমার উদ্দেশ্য মতো কাজ করবার জন্য। আমি বুদ্ধি এবং জ্ঞান কে সবসময় ধনসম্পদের তুলনায় বেশি মূল্য দিই।।................স্টিভ জবস

 

 10) নতুন নতুন পরিবর্তন এবং আবিষ্কার আমাকে বরাবরই আকর্ষণ করে,  কেন তা জানি না।এই কাজগুলি কঠিন, সময় সময় মাথায় অনেক চাপ আসে,আবার এমন  অনেক সময় আসে যখন সবাই তোমাকে বলবে ছেড়ে দাও এটা হবে না, তুমি ব্যর্থ হবে। তবু এটাই করতে আমি ভালোবাসি।।................স্টিভ জবস

 

 11) আমি এমন ব্যক্তিকে কোম্পানি তে নিতে চাই না যে বুদ্ধিমান হলেও বলতে হয় এরপর কি করতে হবে। আমি এমন ব্যক্তি কে কোম্পানি তে নিতে চাই যে নিজে এসে বলবে এর পর কি করতে হবে।।................স্টিভ জবস

 

 12) যদি তুমি চাও আস্চর্জনক কিছু ঘটুক, তাহলে তোমাকেই আশ্চর্জজনক হতে হবে।।................স্টিভ জবস

 

 13) কখনো জীবন তোমাকে ইঁট দিয়ে মাথায় মারবে।তবুও আশা ছেড়ো না। সেক্ষেত্রে বিপত্তির মধ্যেও তুমি নিজের লক্ষ্যে স্থির থাকতে পারবে যদি তুমি তোমার কাজকে খুব ভালোবাসো।।................স্টিভ জবস

 

 জ্যাক মা হলেন চীনের বিখ্যাত ব্যবসায়ী, নিবেশক, এবং সমাজসেবী। তিনি আলিবাবা গ্রুপ এর সহ-প্রতিষ্ঠাতা এবং চীনের তৃতীয় বৃহত্তম ধনী ব্যক্তি

 

 জ্যাক মা এর দেওয়া কতকগুলি মূল্যবান উক্তি :-

 

14) যেখানেই মানুষের অভিযোগ রয়েছে সেখানেই কিছু না কিছু সামাজিক কাজ করবার সুযোগ রয়েছে। ................জ্যাক মা

 

15) জীবন রেখা খুব ছোট, তাই কাজ সম্বন্ধে খুব বেশি গুরুতর ভাবে না ভেবে জীবন কে হাল্কা চালে নাও, জীবন কে উপভোগ করো।................জ্যাক মা  

 

16) কখনো হাল ছেড়ে দিও না  তাহলে তবু একটা আশা আছে। আর হাল ছেড়ে দিলে তো তুমি ব্যর্থ হলেই, সেটা নিশ্চিত।................জ্যাক মা

 

17) আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া যাতে বেশি লোকের কর্মসংস্থান হয়।................জ্যাক মা  

 

18) যুবকদের সাহায্য করো, কচি কাঁচা দের সাহায্য করো। কারণ একদিন তারাই বড় হবে। যুবকেরা হলো সেই বীজ যাদের উপযুক্তভাবে বড় করে তুললে তারাই বিশ্বের পরিবর্তন আনতে পারবে।................জ্যাক মা

 

19) আজকাল টাকা রোজগার করা সোজা ব্যাপার, কিন্তু যদি তুমি চাও যে সমাজের প্রতি দায়িত্ববান থেকে এবং বিশ্বের কল্যাণ করতে করতে রোজগার এর ব্যবস্থাও করবো, তাহলে সেটা খুব কঠিন।................জ্যাক মা  

 

20) একজন দলনেতার মধ্যে দৃঢ়তা এবং অধ্যাবসায় এই দুটি গুন্ থাকা আবশ্যক।................জ্যাক মা  

 

21) আমি চাই না লোক আমাকে পছন্দ করুক, আমি চাই লোক আমাকে সম্মান করুক।................জ্যাক মা  

 

22) তুমি কখনোই জানো না তোমার কাজ করার ক্ষমতা কতটুকু, বা কত দূর তুমি যেতে পারো। তাই নিজের ক্ষমতায় সীমা টেনে চুপ থেকো না।................জ্যাক মা

 

23) তুমি তোমার প্রতিযোগীদের কাছে শিখতে পারো কিন্তু তাদের অনুসরণ করো না।................জ্যাক মা  

 

24) আমি হেরে গেলাম বা জিতলাম সেটা ব্যাপার নয়, অন্তত আমি সেই বিষয়ক ধারণা টা অন্যকে দেখিয়ে গেলাম, আমি সফল হই বা না হই, একদিন কেও তো সফল হবে? ................জ্যাক মা

 

25) কোনোদিন দরদাম নিয়ে প্রতিযোগিতা করো না বরং কতটা সেবা করতে পারছো এবং কতটা নতুন কিছু সেবা দিতে পারছো সেই বিষয়ে প্রতিযোগিতা করো।................জ্যাক মা  

 

26) যদি ক্রেতা তোমায় ভালোবাসে তাহলে সরকার কে তোমায় ভালোবাসতে বাধ্য।................জ্যাক মা  

 

27) কখনো হাল ছেড়ো না। আজ কঠিন মনে হচ্ছে, কাল হয়ত আরো কঠিন মনে হবে, কিন্তু প্রানপন চেষ্টা চালিয়ে যাও দেখবে পরশু সফলতার আলো দেখতে পাবে................জ্যাক মা  

 

28) তোমার সাথে যোগ্য ব্যক্তির প্ৰয়োজন আছে, সবচেয়ে ভালো লোক নয়।................জ্যাক মা  

 

29) তোমার দলে তিনটি গুন্ প্রতিষ্ঠিত থাকতেই হবে ১) জীবন মূল্য, ২) নতুন আবিষ্কার, এবং দূরদৃষ্টি।................জ্যাক মা  

 

30) সমাজসেবা র যাত্রা হলো অন্যদের সাহায্য করা নয়, প্রথমে নিজেকে সাহায্য করো। যদি নিজের মধ্যে পরিবর্তন আনতে পারো তাহলে বিশ্বের মধ্যে পরিবর্তন আনতে পারবে।................জ্যাক মা  

 

31) যদি সফল হাতে চাও তাহলে অন্যের ভুল থেকে শেখো, অন্যের সফলতা থেকে নয়। তুমি যদিও ছোট হও তুমি সেই ভুলকে হারিয়ে দেবে এবং তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে।................জ্যাক মা  

 

32) আমি সবসময় আমার থেকে চালাক চতুর ব্যক্তিদের কোম্পানি তে নিই, তারপর আমার কাজ হলো এটা নিশ্চিত করা যাতে সেই চালাক এবং বুদ্ধিমান লোকেরা পরস্পর মিলেমিশে কাজ করে। বোকা লোকেদের সহজেই একসাথে কাজ করানো যায়, কিন্তু অনেকগুলি বুদ্ধিমান লোকেদের একসাথে একই লক্ষ্যে কাজ করানো সহজ ব্যাপার নয়।................জ্যাক মা

 

33) আমি চাই না যে লোকেদের পকেট ভর্তি থাকুক আর চরিত্র নিচু।................জ্যাক মা  

 

34) উদ্যোগপতি হিসাবে তোমাকে আশাবাদী থাকতে হবে, যদি তা না হও তাহলে সমস্যায় পড়বে।আমি তেমনই লোকেদের পছন্দ করি যারা আশাবাদী এবং সম্ভাবনায় বিশ্বাসী।................জ্যাক মা

 

35) যদি সেখানে নয়টি খরগোশ থাকে এবং তাদের মধ্যে একটিকে ধরতে হয় তাহলে তোমাকে একটি খরগোশ এর উপরেই মনোনিবেশ করতে হবে।................জ্যাক মা

 

36) আমি প্রযুক্তিতে দক্ষ নই আমি শুধু ক্রেতাদের নজরে দেখি, সাধারণ ব্যক্তিদের নজরে দেখি যে তাদের কোন প্রযুক্তি প্রয়োজন।................জ্যাক মা                                                                 




37) খেলোয়াড়দের কখনো লড়াই করা উচিত নয়। একজন প্রকৃত ব্যবসায়ী বা উদ্যোগপতির কোন শত্রু থাকে না। একবার উদ্যোগপতি যদি সেটা বুঝে গেলেন তাহলে তাঁর সাফল্যের সীমা অসীম।................জ্যাক মা

 

38) যখন তোমার ক্রেতা তোমাকে প্রত্যাখ্যান করে তখন অবশ্যই তুমি খুশি নও   সেটা ঠিক। তখন একটা কাজ করো সেদিন রাত্রে ভালো কার ঘুমাও, পরেরদিন সকালে উঠে পুনরায় নতুনভাবে চেষ্টা করো।................জ্যাক মা

 

39) গত শতাব্দীতে লোক পেশিশক্তি দিয়ে প্রতিযোগিতা করেছে। এই শতাব্দীতে সেটা বুদ্ধি এবং জ্ঞান দিয়ে হবে। সফল হতে গেলে তোমার মধ্যে চাই খুব ভাবনাত্মক দক্ষতা এবং বুদ্ধি। কিন্তু যদি তুমি চাও জনগণ তোমাকে সম্মান করুক তাহলে তোমার মধ্যে থাকতে হবে ভালোবাসার দক্ষতা।................জ্যাক মা

 

40) লোক যদি তোমাকে নিয়ে খুব আশাবাদী, তাহলে তোমাকে বুঝতে তোমার মধ্যে বড় দায়িত্ব আছে, তুমি শান্ত ভাবে ভেবে তারপর নিজের মতো করে এগিয়ে চলো।................জ্যাক মা  

 

41) যদি তুমি বড় সফলতা চাও কালকেই সফল হবো ভেবো না। একবছরেই   সফল হবো সেটাও ভেবো না। বড় সফলতা পেতে গেলে কমসে কম ১০ বছর অপেক্ষা কারবার ধৈর্য চাই।................জ্যাক মা

 

42) টাকা টা সমস্যা নয়, সমস্যা হলো সফলতা পাবার জন্য স্বপ্ন থাকা চাই,যদি কেও নিজের স্বপ্নকে পূরণ করবার উদ্দেশ্যে প্রানপন চেষ্টা করে তাহলে সফলতা সম্ভব।................জ্যাক মা  

 

43) যদি তুমি কিছুই না করো তাহলে কোনোকিছুই সম্ভব নয়।................জ্যাক মা  

 

ওয়াল্ট ডিসনি একজন আমেরিকান বিখ্যাত উদ্যোগপতি,  এনিমেটর,  লেখক, কণ্ঠ অভিনেতা এবং সিনেমার প্রযোজক।   


ওয়াল্ট ডিসনি এর দেওয়া কতকগুলি মূল্যবান উক্তি :-

 

44) তুমি যা করতে যাচ্ছ সেটা সম্বন্ধে যদি ভালোভাবে না জানো তাহলে সেই কাজে ঝুঁকি আছে। ..................ওয়াল্ট ডিসনি  

 

45) তুমি যা করতে ভালোবাসো সেটা করতে ভয়ভীত হয়ো না, নির্দ্বিধায় করো।..................ওয়াল্ট ডিসনি   

 

46) যতই তুমি বেশি করে নিজেকে ভালোবাসবে ততই তুমি নিজের মতো হবে এবং সেটাই হবে তোমার বিশেষতা।..................ওয়াল্ট ডিসনি   

 

47) আমাদের স্বপ্ন সত্যি হাতে পারবে যদি সেটা পেতে যা করা প্রয়োজন তা সাহসের সাথে করে যেতে পারি।..................ওয়াল্ট ডিসনি   

 

48) শুরু করার নিয়ম হলো বকবক বন্ধ করে কাজ শুরু করো।..................ওয়াল্ট ডিসনি    

 

49) অসম্ভব কাজ কে সম্ভব করে তোলার মধ্যে দারুন মজা আছে।..................ওয়াল্ট ডিসনি   

 

50) সময় এবং পরিস্থিতি ক্রমাগত পরিবর্তন হয় ঠিকই তবু নিজের লক্ষ্যে স্থির এবং মনোযোগী থাকতে হবে।..................ওয়াল্ট ডিসনি  

 

51) আমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি এসেছে, বাধা এসেছে, সমস্যা এসেছে, তখন সেটা নিয়ে খারাপ ভেবেছি, দুঃখী হয়েছি কিন্তু পরে বোঝা গেলো সেই খারাপ পরিস্থিতিটাই আমার জীবনে বড় পরিবর্তন এনেছে যা আমাকে সফলতা দিয়েছে।..................ওয়াল্ট ডিসনি   

 

 52) আপনি ব্যবসা বাণিজ্য যাই করুন কিন্তু তাঁর জন্য পরিবারকে অবহেলা করবেন না।..................ওয়াল্ট ডিসনি  

 

53) তুমি হয়ত বড় পরিকল্পনা আনতে পারো বা বড় চিন্তাধারা আনতে পারো কিন্তু সেটাকে বাস্তবায়িত করবার জন্য লোকের সাহায্য লাগবেই।..................ওয়াল্ট ডিসনি   

 

54) বই এর মধ্যেই লুকিয়ে আছে সবথেকে বেশি সম্পদ।..................ওয়াল্ট ডিসনি   

 

55) লোক আমাকে জিজ্ঞাসা করে আমার সফলতার মন্ত্র কি? আমি বলে দিই মনোযোগসহকারে করতে থাকো সফল হবে।..................ওয়াল্ট ডিসনি

  

কনফুসিয়াস ছিলেন  চীনের একজন বিখ্যাত দার্শনিক এবং রাজনীতিবিদ


 কনফুসিয়াস এর দেওয়া মূল্যবান উক্তি:-

 

56) জয়ী হওয়ার ইচ্ছা, এবং সফল হওয়ার স্বপ্ন থাকলে সেটা আপনার অভ্যন্তরীণ পূর্ণ সম্ভাবনা কে খুলে দেবে যা আপনার মধ্যে সেরাটা বের করে নিয়ে আসবে।.................কনফুসিয়াস 

 

57) যখন চরম ভাবে মনে হয় যে এই লক্ষ্য প্রাপ্তি করা অসম্ভব, তখন লক্ষ্য পরিবর্তন করো না, কাজ করার কৌশল এবং পরিকল্পনা পরিবর্তন করবার দরকার আছে।.................কনফুসিয়াস

 

58) যদি তুমি সেই কাজটি করো যেটি তুমি করতে ভালোবাসো, তাহলে তোমাকে মনে হবে না যে তুমি কাজ করছো।.................কনফুসিয়াস

 

59) সফলতা নির্ভর করবে তুমি আগে থেকে কতটা প্রস্তুতি নিয়ে কাজ করছো তাঁর উপর। যদি আগাম প্রস্তুতি না থাকে তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।.................কনফুসিয়াস 

 

60) একটি দেশে শক্তি প্রত্যেকটি পরিবারের মিলিত শক্তি থেকে আসে। .................কনফুসিয়াস

 

 61) যদি তোমার মধ্যে অন্তত কিছুটা জ্ঞান না থাকে তাহলে তুমি বই পড়ার জন্য বই খুলবে না।.................কনফুসিয়াস 

 

62) যদি তুমি এক বছরের পরিকল্পনা ভাব তাহলে ফসলের বীজ লাগাও, যদি তুমি 10 বছরের পরিকল্পনা ভাব তাহলে গাছ লাগাও। আর যদি তুমি 100 বছরের পরিকল্পনা ভাব তাহলে মানুষ কে শিক্ষা দাও।.................কনফুসিয়াস

 

63) তোমার জীবনে সময়ের যতই সঠিক ভাবে প্রয়োগ করতে পারবে ততোই সফলতা আসবে।যে মেকানিক ভালো কাজ করতে পারে সে কাজ করবার প্রারম্ভে আগে তাঁর যন্ত্রে শান দেয়।.................কনফুসিয়াস  

 

64) তোমার মধ্যে যে প্রকৃত ব্যক্তিত্ব আছে সেটাকে প্রকাশ করে বাস্তবায়িত করাটাই হলো আসল কর্ম।.................কনফুসিয়াস

 

65) বাইরের শয়তান টাকে আক্রমণ করবার আগে তোমার ভেতরের শয়তান তাকে শেষ করো।.................কনফুসিয়াস



উপরের এই তথ্য ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই Like  এবং Share করুন।


আরো পড়ুন:Motivational And Inspirational Quotes For Success

                       Dan Lok's Advice And Quotes For Success

                       Ratan Tata, Mukesh Ambani, Azim Premji, Gandhiji, Mandella, Kalam's Quotes

                       চিন্তন করুন এবং সফল হন , কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন , 

                      জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,

                      অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি , শ্রীমদ্ভাগবত গীতা সার ,

                      আকর্ষণ সূত্র , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না , সফল ব্যক্তিদের 11 টি গুন্ , 

                সফলতার ১০ টি সূত্র , ১০ গুন্ সফল হবেন কিভাবে ?জীবনের আশ্চর্জজনক রহস্য ,

                ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি , মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস

                ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY  Loan , 


For Motivational Articles In English visit.....www.badisafalta.com


 

Post a Comment

0 Comments