“একজন ধনী পিতা” এবং “একজন দরিদ্র পিতা” তাঁদের ছেলেদের কি শিক্ষা দেন?
“রবার্ট কিয়োসাকি” একজন আমেরিকান ব্যবসায়ী, লেখক, তিনি “RICH GLOBAL LLC” এর প্রতিষ্ঠাতা এবং Rich Dad Company” এর প্রতিষ্ঠাতা। তাঁর এই কোম্পানি জনগণকে বই এবং ভিডিওর মাধ্যমে “অর্থ শিক্ষা” দেয়। সাল 2000 কুড়িতে তাঁর মোট সম্পত্তি হলো 100 মিলিয়ন ইউ.এস ডলার।
“একজন ধনী পিতা “এবং “একজন দরিদ্র পিতা” তাঁদের ছেলেদের যে শিক্ষা দেন তা আজ আলোচনা করবো:-
অন্যদিকে তাঁর ধনী পিতার স্কুল ডিগ্রী নেই,
কিন্তু তিনি জানেন কিভাবে টাকা রোজগার করতে হয়, কিভাবে
অর্থ সঞ্চয় করতে হয় এবং কিভাবে অর্থ কে আরো অর্থ রোজগারের জন্য প্রয়োগ করতে হয়।
রবার্ট
কিয়োসাকি দ্বিধায় ছিলেন.. তিনি কার কথা শুনবেন। তার পিএইচডি ডিগ্রি ধারী দরিদ্র পিতা তাকে শেখান যে..
আমরা এটা কিনতে পারব না, কারণ আমাদের কাছে যথেষ্ট টাকা নেই। অন্য দিকে ধনী পিতা শেখান.. “এটা
ভেবো না যে আমি এটা কিনতে পারব না কারণ আমার কাছে টাকা নেই, পরিবর্তে
এটা ভাবতে শুরু করো.. “আমাকে যদি এই জিনিসটি কিনতে
হয় তার জন্য যে টাকা দরকার সেটা কি করে রোজগার করে বের করবো।
তাহলে দেখবে কি করে রোজগার করতে হয় তোমার মন তার ভাবনাচিন্তা শুরু করেছে। এতে তোমার রোজগার করার করার ক্ষমতা বাড়বে। তোমার টাকা আয় করার ক্ষমতা বাড়বে। কিন্তু যদি তুমি বলো যে আমি এটা পারব না,
তাহলে কিন্তু মস্তিষ্ক সেটা নিয়ে চিন্তা ভাবনা ছেড়ে দেবে।
তার
পিএইচডিধারী শিক্ষিত পিতা তাকে শেখান যে... “ঝুঁকি
নিও না। ভালোভাবে পড়াশোনা করে ভালো ডিগ্রি পাও এবং একটা নিশ্চিত চাকরি গ্রহণ কারো। তাহলে জীবনের
ঝুঁকি নিতে হবে না”।
অন্যদিকে
ধনী পিতা তাকে শিখিয়েছেন.. কি করে টাকা পয়সা প্রয়োগ
করে আবার টাকা পয়সা আয় করা যায়। ধনী পিতা বলেন.. “কত
টাকা ইনকাম করছ সেটা বেশি গুরুত্বপূর্ণ নয়, তার থেকে
বেশি গুরুত্বপূর্ণ যে তুমি কত টাকা সঞ্চয় করতে করতে পারছো”। দেখা যায় অনেক লোক সময়ে প্রচুর টাকা রোজগার করেছেন, কিন্তু
সে টাকা সঠিকভাবে প্রয়োগ করতে না জানায়, টাকা সঞ্চয়
করতে না জানায় কিছুদিনের মধ্যেই সব টাকা হারিয়ে গরিব হয়ে গেছেন। এর কারণ “অর্থ বিজ্ঞান”
এর অভাব। দেখা গেছে.. যে সব লোকেরা
লটারিতে টাকা দিতে ধনী হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই কিছুদিনের মধ্যেই সেই টাকা
খরচ করে আবার সাধারণ অবস্থায় ফিরে গেছেন। এটার কারণ ও একটাই তা হলো “অর্থ
শিক্ষা”র অভাব। দেখা
গেছে অনেক “স্পোর্টস পারসন”, “অনেক
এক্টর” যাঁরা কোটি কোটি টাকা ইনকাম করেছেন,
তারা রিটায়ার করার কিছু দিনের মধ্যেই অর্থাভাবে ভুগতে শুরু করেছেন। এটার কারণ একটাই “অর্থ
শিক্ষা”র অভাব।
অর্থ সঞ্চয় করতে গেলে আপনাকে ASSET
এবং LIABILITY সম্বন্ধে
জানতে হবে। ASSET হচ্ছে সেই বস্তু যা থেকে আবার
টাকা রোজগার হয়। অন্যদিকে LIABILITY হলো
সেই বিলাসবহুল জিনিস যা কিনতে গেলে খরচ তো হয়ে যায়, কিন্তু
তা থেকে কোন রোজগার আসেনা। এর ফলে LIABILITY কিনলে
আপনার সঞ্চয় কমতে থাকে।
ব্যাপার হল.. টাকা
কি করে কাজ করে এই “অর্থ শিক্ষা”র
সম্বন্ধে স্কুল কোন কিছু শেখায় না। সেই জন্যেই রবার্ট কিয়োসাকির নিজস্ব পিতার পিএইচডি
ডিগ্রী থাকলেও টাকা রোজগার,এবং টাকা সঞ্চয় এর বিষয়টি ভালো হবে জানেন না। এবং সেই জন্যই তিনি অর্থাভাবে ভোগেন। এই “অর্থ শিক্ষা”
এমন একটি জিনিস যেটা স্কুলের বাইরে শিখতে হয়।
যদি আপনি ধনী হতে চান তাহলে
আপনার রোজগারের টাকা দিয়ে “ASSET” কিনতে
হবে। সে ASSET আপনাকে আবার রোজগার দেবে। সেই রোজগার দিয়ে আবার আপনি “ASSET”
কিনুন। এইভাবে আপনার রোজগার ধীরে ধীরে বাড়িয়ে যেতে হয়। নতুন নতুন ASSET কিনুন
এবং রোজগার বাড়িয়ে যান। ধনী ব্যক্তিরা জানেন কি করে টাকা দিয়ে টাকা রোজগার করা যায়।
প্রত্যেক
ব্যক্তির জীবনে তিনটি জিনিস অবশ্যই আছে... এক “ইনকাম
স্টেটমেন্ট”, দুই “ব্যালেন্স
শীট” এবং তিন "ক্যাশ ফ্লো"। “ইনকাম
স্টেটমেন্ট” এর দুটি জিনিস আছে একটি ইনকাম অর্থাৎ “রোজগার”,
দ্বিতীয় টি হল “খরচ” অর্থাৎ
আপনি কত টাকা রোজগার করছেন এবং সেই টাকার কত টাকা খরচা করছেন এ দুটোর গুলি হল “ইনকাম
স্টেটমেন্ট”। “ব্যালেন্স শীট” এর
দুটি অংশে আছে এক হচ্ছে "ASSET"যেটা আপনাকে রোজগার দেবে যেমন স্টক মারকেট ইনভেসমেন্ট,
প্রপার্টি রিয়েল এস্টেট প্রপার্টি, স্টক,বন্ড,
মিউচুয়াল ফান্ড ইত্যাদি। দ্বিতীয়টি
হচ্ছে "LIABILITY" যেমন..
বাড়ি লোন, ক্রেডিট কার্ড লোন, গাড়ি
লোন ইত্যাদি।
এখন দরিদ্র ব্যক্তির ইনকাম স্টেটমেন্ট এ দেখা যায়:-
গরিব ব্যক্তি দৈনিক মজুরি বা চাকুরির মাধ্যমে যা রোজগার করেন তার বেশির ভাগটাই
খরচ হয়ে যায়, কিছু টাকা বেঁচে থাকে না।
তাদের রোজগারের টাকা কাপড়চোপড় খাদ্যবস্তু পারিবারিক খরচা এইসব সামলাতে গিয়ে
শেষ যায়, যা রোজগার করেন এবং যা খরচ করেন মাসের শেষে বিশেষ
টাকা বেঁচে থাকে না।
গরিব ব্যক্তির “ASSET COLUMN” প্রায়
খালি থাকে।
এবার মধ্যবিত্ত ব্যক্তির ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স সিট দেখা যাক:-
মধ্যবিত্ত ব্যক্তির চাকুরির মাধ্যমে যা রোজগার করেন
তার বেশির ভাগটাই খরচ করেন। তাঁরা রোজগার
থেকে তাঁরা বিভিন্ন বিলাসবহুল এবং শখের জিনিস কেনেন।
বাড়ি
কেনেন, নানা জিনিসপত্র, টিভি,
ফ্রীজ, ইত্যাদি বস্তু কেনেন, ইনকাম
টেক্স পেমেন্ট করেন, ক্রেডিট কার্ড লোন পেমেন্ট করেন,
কাপড় ইত্যাদি কেনেন, বিভিন্ন জায়গা ঘুরতে গিয়ে টাকা খরচ করেন, এইভাবে সৌখিন জিনিসপত্র কিনতে গিয়ে রোজগারের বেশিরভাগ টাকাই খরচ করে ফেলেন
এবং সময় সময় ঋণগ্রস্ত হয়ে যান। এদের কাছে এইসব খরচের পর কেউ হয়তো মাসের শেষে অল্প
পরিমাণ টাকা সঞ্চয় করেন এবং সেই টাকার খুব কম পরিমাণ কোথাও কোথাও ইনভেস্ট(বিনিয়োগ)
করেন। "INVEST COLUMN" এদের বেশির
ভাগ ক্ষেত্রেই খালি থাকে। মধ্যবিত্ত লোকেরা রোজগার করতে জানেন,
কিন্তু সে রোজগার সঞ্চয় করতে জানেন না। টাকা কি
করে ম্যানেজ করতে হয় জানেন না, তারা যখন বেশি খরচ করে ফেলেন তখন সেই সেই টাকা পরিপূর্ণ
করার জন্য রোজগার বাড়ানোর চেষ্টা করেন, সেই জন্য
চাকরিতে প্রমোশন পাওয়ার চেষ্টা করেন। যদি তাদের চাকরিতে প্রমোশন হয়,
বেশি টাকা রোজগার হয়, টাকা রোজগার বৃদ্ধির সাথে সাথে তাদের বিলাসবহুল বস্তু
কেনার খরচ ও বাড়তে থাকে। বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল
বাড়ি ইত্যাদি ইত্যাদি.. তার ফলে তাদের অর্থের সমস্যা
কোন মতেই মেটে না।
নিয়ম হচ্ছে.. সবথেকে
আগে নিজের জন্য সঞ্চয় রাখুন। প্রথমে নিজেকে PAY করুন
নিজের "ASSET" বাড়ান। সেটা আপনাকে আবারও রোজগার দেবে। এইভাবে
আপনার "ASSET COLUMN" বাড়তে থাকবে রোজগার ও বাড়তে থাকবে।
ধনী
ব্যক্তিরা প্রথমে নিজেকে PAY করে, তারপর
খরচ করেন। তারা "ASSET" কিনে
নিজের রোজগার বাড়ান, তারপর নিজের রোজগার বাড়ানোর পরে খরচ করেন। ধনী হওয়ার জন্য নিয়মানুবর্তিতা দরকার। ধনী ব্যক্তিরা
কখনো কখনো কঠিন আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবুও
তারা আগে "ASSET" কেনেন পরে "LIABILITY"
কেনেন। তাদের যদি সখ হয় কোন বিলাসবহুল জিনিস কেনার সখ হয়,
তাহলে তারা প্রথমে আরো ASSET কেনেন,
ASSET কিনে নিজের রোজগার বাড়ান এবং সেই বর্ধিত রোজগার দিয়ে বিলাসবহুল জিনিসটি কেনেন।
ধনী ব্যক্তিদের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শীট হল নীচের মত...
ধনী ব্যক্তিরা প্রথমে রোজগার দিয়ে "ASSET" কেনেন যেমন স্টক, বন্ড, ইন্টেলেকচুয়াল
প্রপার্টি অথবা তারা এমন বিজনেস তৈরি করেন যেখানে তাদের উপস্থিতি দরকার থাকে না (অর্থাৎ
স্বতঃস্ফূর্ত রোজগারের ব্যবস্থা)। এইভাবে তারা ধনী ব্যক্তিরা নিজেদের রোজগার বাড়াতে
থাকেন।
রবার্ট কিয়োসাকি বলছেন.. ট্যাক্স
থেকে বাঁচতে গেলে আপনাকে একটি কোম্পানি গঠন করতে হবে।
তিনি আরও বলেছেন আপনাকে সব বিভাগেই অন্তত কিছু না কিছু জ্ঞান রাখতে হবে যেমন
একাউন্টিং, ইনভেস্টিং, আইন বিভাগ,
সেলস বিভাগ, মার্কেটিং, লিডারশিপ,
রাইটিং, এবং কমিউনিকেশন স্কিল।
তিনি বলছেন আপনি যে কাজই করুন না কেন তাতে নতুন নতুন জিনিস শিখতে থাকতে হবে
এবং সেজন্য আপনার রোজগারের একটা অংশ নিজের দক্ষতা বৃদ্ধিতে ও প্রয়োগও করতে হবে। তিনি
বলছেন যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করুন, তবে
আপনার যে বিষয়ে জ্ঞান রয়েছে তাতেই ইনভেস্ট করুন অথবা ইনভেস্টমেন্ট সম্বন্ধে আগে শিখুন
তারপর ইনভেস্ট করুন।
তিনি
বলছেন আপনি যে পড়াশোনা করেন বা চর্চা করেন আপনি সে মতোই হয়ে যান। সেই জন্য বই পড়ার অভ্যাস রাখা দরকার। ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট,পারসোনালিটি
ডেভেলপমেন্ট, এসব বিষয়ে বই পড়া অবশ্যই দরকার। এবং মহান সফল ব্যক্তিদের জীবনী তাদের উপদেশাবলি অবশ্যই
পড়া দরকার।
তিনি বলছেন নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। লোক আপনাকে
কে কি বলছে, কি না বলছে তাতে নাক গলানোর দরকার নেই,
কারণ আপনি নিজেই নিজেকে ভালো করে জানেন।
তাই লোক কি বলবে তা ভেবে পিছপা হবেন না।
রবার্ট
কিয়োসাকি বলছেন সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করুন।
যারা আপনার থেকে বেশি সফল তাদের সাথে মেলামেশা করুন। যারা আর্থিক
ভাবে, জ্ঞানগত সফল তাদের সাথে মেলামেশা করুন। আপনি যখন আপনার থেকে বেশি জ্ঞানী ব্যক্তিদের সাথে
মেলামেশা করবেন, তখন তাদের কাছ থেকে আপনি নতুন কিছু না কিছু শিখতে
পারবেন।
তিনি বলেছেন আপনার রোজগারের কিছু একটা অংশ আপনার নিজস্ব
জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োগ করতে
হবে।
যখন আপনি অন্য ব্যক্তির সাথে কথা বলবেন..
অন্য ব্যক্তিকে বেশির ভাগ সময় তাকে
শোনার জন্য চেষ্টা করবেন। এতে তাঁকে চেনা সহজ হবে।
তিনি বলছেন বেশিরভাগ লোক যা করছেন সেটার অনুসরণ করা
উচিত নয়।বেশির ভাগ লোক সেটা করছেন তার অর্থ
সেটা সঠিক এমন নয়।
কোন
শুভ মুহূর্ত আসার জন্য অপেক্ষা করারও দরকার নেই।কর্ম
করেই মুহূর্ত কে শুভ করা যায়।
আপনার ভবিষ্যৎ আজ দিয়ে নিশ্চিত হয়। আগামীকালকে ঠিক করার জন্য, আগামীকালকে
শোধরানোর জন্য, আজ থেকেই কাজ আরম্ভ করে দিন।
উপরোক্ত শিক্ষা "ROBERT KIYOSAKI" র লেখা "RICH DAD POOR DAD" নামক বই থেকে সংগৃহিত।
উপরের এই তথ্য ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই Like এবং Share করুন।
আরো পড়ুন:- Finish what you Start. How to set your goal? ,
How Success Rule works? , 7 Habits of Highly Effective People ,
Ratan Tata, Mukesh Ambani, Azim Premji, Gandhiji, Mandella, Kalam's Quotes
Motivational And Inspirational Quotes For Success
Dan Lok's Advice For Success , 14 Risks you must take for Success
চিন্তন করুন এবং সফল হন , কেন করবেন ? সেটা জেনে তবেই কাজটি করুন ,
জীবনে কম্পাউন্ড ইফেক্ট এর প্রভাব , বাধার মধ্যে দিয়ে পেরিয়েই সফলতা আসে ,
অহংকার হলো চরম শত্রু , আত্মজ্ঞান কি , শ্রীমদ্ভাগবত গীতা সার ,
আকর্ষণ সূত্র , সফল না হওয়া পর্যন্ত চেষ্টা ছাড়বেন না , সফল ব্যক্তিদের 11 টি গুন্ ,
সফলতার ১০ টি সূত্র , ১০ গুন্ সফল হবেন কিভাবে ?, জীবনের আশ্চর্জজনক রহস্য ,
ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে বড় লক্ষ্য প্রাপ্তি ,
মহান ব্যক্তিদের সাতটি অভ্যাস , 11 Qualities of a Successful Person.
ব্যবসার জন্য মুদ্রা লোন PMMY Loan , Inner Engineering by Sadguru Jaggi Vasudev
আকর্ষণের সূত্র , ডোনাল্ড ট্রাম্প এর সফলতার ১৫ টি সূত্র ,
For Motivational Articles In English visit..... www.badisafalta.com
0 Comments